হাফিজুর রহমান,চট্টগ্রাম :
নগরীর বায়েজিদ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন আহত হয়েছেন।
আহত মো. জসিম ওরফে ‘পানি’ জসিম (৪০) গত ১৩ মে নগরীর বায়েজীদ এলাকায় অবৈধ দোকান
উচ্ছেদের অভিযানে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার মামলায়
প্রধান আসামি।
ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা জসিমের বসবাস বায়েজীদ এলাকায়।
রোববার গভীর রাতে বায়েজিদ থানার চন্দ্রনগরের চৌধুরীনগর হাসান সাহেবের খামার
বাড়ি এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বায়েজিদ থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, গত রাতে বায়েজিদ এলাকা থেকে
জসিমকে গ্রেপ্তার করা হয়।
“গ্রেপ্তারের পর জসিমকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যাই। হাসান সাহেবের খামার
বাড়ি এলাকায় পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে জসিমের লোকজন গুলি ছোড়ে। এসময় আমরা
পাল্টা গুলি ছুড়ি। পরে গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে উদ্ধার করা হয়।”এসময় ঘটনাস্থল
থেকে একটি এলজি,একটি চাপাতি, একটি ছোরা,ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয় । ঘটনায
আমাদের চার পুরিশ সদস্য আহত হয়।
উদ্ধার করে জসিমকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায়
রাতে তাকে হাসপাতালে আনা হয়। ২৬ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
১৩ মে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় অবৈধ দোকান
উচ্ছেদে যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।
সেসময় জসিমসহ কয়েকজনের নেতৃত্বে অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী
ম্যাজিস্ট্রেটের গাড়ি এবং সিসিসির দুটি ট্রাক ভাংচুর করে দোকানের কর্মচারীরা।
ওই ঘটনায় করা মামলায় জসিমকে প্রধান আসামি করা হয়।
স্থানীয়রা জানান, জসিম একসময় যুবদল করতো এখন নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয়
দেন। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ চারটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।