পপুলার২৪নিউজ ডেস্ক:পুনে টেস্টের এখনও প্রায় আড়াই দিন বাকী। তৃতীয় দিনে লাঞ্চের আগেই দ্বিতীয় ইনিংস শেষ হলো অস্ট্রেলিয়ার। স্বাগতিক ভারতের সামনে এখন রানের পাহাড়। এখন হয় জয় অথবা পরাজয়। ড্রয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ ৪৪০ রানের টার্গেট আড়াই দিন ব্যাট করা একটু অতিমানবীয় বটে। অজিরা দ্বিতীয় ইনিংসে ২৮৫ রানে অলআউট হওয়ার সময় ভারতের সামনে এই টার্গেটই দাঁড়িয়েছে। এর আগে প্রথম ইনিংসে ২৬০ রান করেছিল সফরকারীরা।
৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা অজিদের ধ্বংস করার দায়িত্ব নেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের ৪ উইকেটের পাশাপাশি তাকে ঘূর্ণি পার্টনার রবিন্দ্র জাদেজাও ৩ উই্কেট তুলে নেন। ২ উইকেট নেন উমেশ যাদব। এই ঘূর্ণির জাদুতে বিভ্রান্ত না হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান অজি দলনেতা স্টিভেন স্মিথ। তার ১১ বাউন্ডারিতে গড়া ১০৯ রানের অধিনায়কোচিত ইনিংসে ভর করে ২৮৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এছাড়া আর একটিও হাফ সেঞ্চুরি নেই। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন ম্যাট রেনশ এবং মিচেল মার্শ।