পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মধ্য ডিমাই গ্রামে পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে তিনটায় টিলা ধসে ঘরের উপর পড়লে তারা মাটি চাপা পড়েন। সকাল সাড়ে ৬টায় এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করেন।
উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আজাদ রহমান পাহাড় ধসে মাটি চাপায় মা-মেয়ের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, শনিবার রাতের টানা বর্ষণ আর আকস্মিক পাহাড়ি ঢলে রাত সাড়ে ৩টায় মধ্যডিমাই (বতাউরা) গ্রামের মৃত আব্দুস সাত্তারের বসত ঘরে টিলা ধসে পড়ে। এতে তার স্ত্রী আফিয়া বেগম ও মেয়ে ফাহমিদা বেগম (১৩) মাটি চাপা পড়েন।
রোববার সকাল সাড়ে ৬টায় এলাকাবাসী নিহত মা-মেয়ের লাশ উদ্ধার করে। বড় ছেলে নানা বাড়িতে থাকায় প্রাণে বেঁচে যায়।
ওয়ার্ড মেম্বার সিরাজ উদ্দিন জানান, শনিবার সারা দিন ও রাত টানা ভারি বর্ষণ হয়। এছাড়া আকস্মিক পাহাড়ি ঢলে এলাকার রাস্তাঘাট ও বাড়ি ঘর তলিয়ে গেছে। ডিমাই এলাকায় অসংখ্য ঘর ধসে পড়েছে। শতাধিক ঘরবাড়ি ধসে পড়ার হুমকিতে রয়েছ।
এদিকে ডিমাই, বোবারথল, তেরাদরম, কাশেমনগর, বিওসি কেয়রিগুলসহ বিভিন্ন দুর্গম এলাকায় টিলা ধসে রাস্তা-ঘাট ব্লক হয়ে গেছে। সহস্রাধিক ঘর-বাড়ি ধসে পড়ার আশংকা রয়েছে।