মৌলভীবাজারে আবাদের লক্ষ্যমাত্রা চেয়েও বেশি উৎপাদিত হয়েছে বোরো ধান

নিজস্ব প্রতিবেদক : দেশে এক দশক ধরে বোরো ধানের হেক্টরপ্রতি ফলন কয়েকগুণ ছাড়িয়েছে। মৌলভীবাজারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষমাত্রা ছিল ৫৩ হাজার ১১৬ হেক্টর। এ বছর লক্ষমাত্রার চেয়ে ৪২ হেক্টর বেশি আবাদ হয়েছে।
তাই লক্ষ্যমাত্রার চেয়ে বোরো ধান বেশি বেশি উৎপাদিত হওয়াতে কৃষকের মুখে হাসি রয়েছে। তবে মৗলভীবাজারে গত কয়েক দিনের বৃষ্টিতে হওয়ার কারণে ধানের কিছু ক্ষতির আশঙ্কায় রয়েছে কৃষকরা। তবে কয়েকটি হাওর এলাকা ঘুরে দেখা যায়, হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু হয়েছে।
কৃষকরা জানান, কয়েক দিনের অতিবৃষ্টির কারণে পানি বাড়ার আশঙ্কা সৃষ্টি রয়েছে। ফলে ফসল হারানোর ভয়ে আধাপাকা ধান কাটা শুরু করেছেন তারা।
জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৫৩ হাজার ১৬২ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। গত বছর ৫৪ হাজার ১২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। গত বছরের চেয়ে ৮৫০ হেক্টর জমিতে আবাদ কম হয়েছে।
কুলাউড়া উপজেলার বরমচালের আলীনগর গ্রামের কৃষক সেলিম মিয়া বলেন, আমি ১৬ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। আগাম বৃষ্টি ও বন্যায় ক্ষতি হওয়ার ভয়ে পাকার আগেই ধান কাটা শুরু করে দিয়েছি।
কুলাউড়া উপজেলা কৃষি অফিসার জগলুল হায়দার বলেন, ফসল হারানোর ভয়ে কৃষকরা ধান কাটা শুরু করেছেন। চৈত্র-বৈশাখ মাসে এ রকম বৃষ্টি হয়। এতে আশঙ্কার কিছু নেই। এ বছর ফসল অনেক ভালো হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. শাহজাহান বলেন, বৃষ্টিতে বোরো ধানের তেমন কোন ক্ষতি হয়নি। এ বছর কৃষকরা ঘরে ফসল তুলতে পারবে বলে আমরা আশা করছি।
এব্যাপারে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন ড আনসার আলী বলেন. মৌলভীবাজারে বারো ধানের ভাল আবাদ হয়েছে। যদি আর মাত্র পনের দিন পর ধান কাটতে পারে তাহলে কৃষকরা ভাল লাভবান হবে।

পূর্ববর্তী নিবন্ধনুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধপাহাড়ে – সমতলে আদিবাসীদের বর্ষবরণ উৎসব !