মৌলভীবাজারের ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৭ মে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন পিছিয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৭ মে দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ এপ্রিল) বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এই মামলার আসামিরা হলেন-আকমল আলী তালুকদার (৭৬), আবদুর নূর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), আনিছ মিয়া (৭৬) ও আবদুল মোছাব্বির মিয়া।

এই চারজনই মৌলভীবাজার জেলার রাজনগর থানার বাসিন্দা। অভিযুক্ত এই চারজনের আকমল আলী তালুকদারকে ২০১৫ সালের ২৬ নভেম্বর গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার মুশফেক কবির। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আবদুস সুবহান তরফদার।

পরে মুশফেক কবির গণমাধ্যমকে বলেন, এ মামলায় অভিযোগ গঠনের শুনানি গত ২৮ ফেব্রুয়ারি শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ (সোমবার) আদেশের দিন ধার্য ছিল। কিন্তু একজন বিচারক ছুটিতে থাকায় আদেশের তারিখ পিছিয়ে আগামী ৭ মে নির্ধারণ করা হয়েছে।

এ মামলায় ২০১৬ সালের ২৩ মার্চ চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আনুমানিক ১০২টি পরিবারের ১৩২টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ৬ জনকে ধর্ষণ, ৭ জনকে অপহরণ ও ৬১ জনকে হত্যাসংক্রান্ত দুটি অভিযোগ আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
পরবর্তী নিবন্ধইলিয়াস আলীর গুমের বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলতে হবে:ফখরুল