মোহাম্মদপুরে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফারুক আহম্মদ (৩৫) নামে এক কর্মচারী মারা গেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ অক্টোবর দুপুর ২টার দিকে ওই ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দোকানটির মালিকসহ ৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় দোকানটির কর্মচারী ফারুক আহম্মদের শরীরের ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল। এরপর থেকে তিনি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

দগ্ধ অন্যারা হলেন- ভাঙারি দোকানের মালিক আব্দুল আলীম (৫০), কর্মচারী আমির হোসেন (৪৫), সাইদুর রহমান (৩৫) ও পাশের দোহর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী কাইউম (৪০), মো. সুরুজ (২৫) ও মো. রাশেল (২৫)।

ভাঙারির দোকানের মালিক আব্দুল আলীম জানান, দুপুর ২টার দিকে পারফিউমসহ বিভিন্ন ধরনের বোতল কম্প্রেসার মেশিনে প্রেস করার সময় বিস্ফোরণ ঘটে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় করোনায় ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৩২০
পরবর্তী নিবন্ধসম্মিলিতভাবে কাজ করলে দেশ থেকে দারিদ্র্য দূর হবে: প্রধানমন্ত্রী