রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব–২। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
শফিকুল ইসলামের বাসা থেকে অবৈধ ভিওআইপির কাজে ব্যবহৃত ৫১২ পোর্টের ৩ টি সিম বক্স, ২৫৬ পোর্টের ২ টি সিম বক্স, চারটি ল্যাপটপ এবং আনুমানিক দুই হাজার টেলিটক সিম উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, শফিকুল ইসলাম দেড় বছর ধরে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির প্রকৃত মালিক আলী নামের এক ব্যক্তি। তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তার এই অবৈধ ব্যবসার দেখভাল করতেন শফিকুল ইসলাম।