মোহাম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ জঙ্গিনেতা মারজানসহ নিহত ২

1পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বহুল আলোচিত জঙ্গি নেতা, গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী নুরুল ইসলাম মারজান বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এতে সাদ্দাম হোসেন নামে তার এক সহযোগীও নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধের কাছে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে দুর্ধর্ষ ওই জঙ্গির মৃত্যু হয়।
দায়িত্বশীল পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
একাধিক কর্মকর্তা বলছেন, মারজানকে ধরতে কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানের অংশ হিসেবেই রায়েরবাজারের বেড়িবাঁধ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় মারজান ও তার দুই সঙ্গী ধরা পড়ে।
এসময় তাদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। তাতে মারজান ও সাদ্দাম নিহত হলেও অপর জন পালিয়ে যায়।
ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেছেন, ছবি দেখে তারা দুইজনের পরিচয় নিশ্চিত হয়েছেন।

বন্দুকযুদ্ধে নিহত অপরজনের নাম সাদ্দাম বলে পুলিশের বরাতে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

দুজনের লাশ অজ্ঞাত হিসেবে গতকাল দিবাগত রাতেই ঢাকা মেডিকেল কলেজে পাঠায় মোহাম্মদপুর থানা-পুলিশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহত দুজনের বয়স ৩০-৩৫ বছর।

মারজানের বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র ছিলেন।

পরিবারের ভাষ্য, গত বছরের জানুয়ারিতে বিয়ে করেন মারজান। এরপর স্ত্রীকে নিয়ে নিখোঁজ হন।

গত বছরের ১১ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হন মারজানের স্ত্রী আরেফিন প্রিয়তি।

একটি গোয়েন্দা সূত্রের ভাষ্য, গত বছরের এপ্রিলে মারজান নব্য জেএমবির বিভিন্ন হামলা সমন্বয় করার দায়িত্ব পান। তাঁর সঙ্গে নব্য জেএমবির নেতা তামিম চৌধুরী ও অন্যদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বা রয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধশিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধঅভিনেতা ওম পুরি আর নেই