ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। তার পরিবর্তে বাকি ম্যাচগুলো খেলার জন্য ডাক পেয়েছেন পেসার শফিউল ইসলাম।
শফিউলের উড়ে যাওয়া নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু।
গণমাধ্যমকে তিনি জানান, ‘ওর জায়গায় শফিউল আসবে। সে ওয়ানডে না টি২০-তে খেলবে, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’
দক্ষিণ আফ্রিকায় গিয়ে পচেফস্ট্রমে প্রথম টেস্ট খেলেছিলেন শফিউল। কাঁধের চোটে জায়গা পাননি দ্বিতীয় টেস্টে। ঘন ঘন চোটে পড়ার ইতিহাস আছে ডানহাতি এই পেসারের। তিনিই যাচ্ছেন চোটে পড়া মোস্তাফিজের বদলি হিসেবে।
২২ অক্টোবর সিরিজের শেষ ওয়ানডে এবং ২৬ ও ২৯ অক্টোবর দুটি টি২০ ম্যাচে তাকে দেখা যেতে পারে।
সর্বশেষ ২০১৬ সালের ১২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন শফিউল। সে ম্যাচে ৬১ রানের বিনিময়ে ২ উইকেট পেয়েছিলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এ পর্যন্ত ৫৬ ম্যাচ খেলে ৩৪ দশমিক চার এক গড়ে ৬৩ উইকেট নিয়েছেন শফিউল।