মোবাইল ব্যাংকিং ব্যবহার করে রেকর্ড পরিমাণে লেনদেন হয়েছে গত মাসে


নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো গত মে মাসে লেনদেন ৪০ হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে। মে মাসে বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ে মোট লেনদেন হয়েছে ৪২ হাজার ২৩৬ কোটি টাকা। এর আগের মাস এপ্রিলের তুলনায় যা প্রায় ২১ শতাংশ বেশি। এতদিন একক মাসে সর্বোচ্চ ৩৪ হাজার ৯৭৬ কোটি টাকা লেনদেন হয় গত এপ্রিলে। মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন সীমা বৃদ্ধি এবং রমজান ও ঈদের আগের মাস হওয়ায় লেনদেন ব্যাপক বেড়েছে বলে সংশ্নিষ্টদের ধারণা।
সংশ্নিষ্টরা জানান, ঈদ ও রমজানকে কেন্দ্র করে এমনিতেই লেনদেন বাড়ে। এবার ঈদের আগে গত ১৯ মে লেনদেন সীমা বাড়ানোর ফলে তা আরও একটু বেশি বেড়েছে। আগে যারা এ সময়ে অন্য মাধ্যমে টাকা পাঠাতেন এ রকম অনেকেই মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠিয়েছেন। এর ফলে লেনদেন ব্যাপক বেড়েছে। লেনদেনের এ হিসাবটা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ১৬ মোবাইল ব্যাংকিং সেবা দাতা প্রতিষ্ঠানের। এর বাইরে নিজেদের মতো করে কাজ করছে ডাক বিভাগের নগদ।

 

পূর্ববর্তী নিবন্ধ২০ জুলাই চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ করতে চায় বিএনপি
পরবর্তী নিবন্ধডিম, টমেটো, শসাসহ বেড়েছে শুঁটকির দাম