মোদিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:
6ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন সদ্য দায়িত্ব নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দুই নেতার মধ্যে এক ফোনালাপে ট্রাম্প মোদিকে এ আমন্ত্রণ জানান। খবর বিবিসির।

চলতি বছরের শেষ দিকে মোদি আমেরিকা সফর করবেন বলে আশা করছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হচ্ছে, ফোনালাপে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নেয়ার সম্ভাবনা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়।

বিশেষত অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক এক নতুন মাত্রা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

ওয়াশিংটন বলছে, ট্রাম্প ভারতকে সত্যিকারের বন্ধু মনে করে। সারা বিশ্বের সমস্যা মোকাবেলায় দুই দেশ একত্রে কাজ করবে।

মোদি ও ট্রাম্প কাধে কাধ মিলিয়ে বৈশ্বিক সন্ত্রাসবাদের সমস্যা মোকাবেলা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত ২০ জানুয়ারী আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহন করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ট ট্রাম্প।

পূর্ববর্তী নিবন্ধআজ মুখোমুখি শাহরুখ-হৃত্বিক!
পরবর্তী নিবন্ধঅবসর কাটাতে নায়াগ্রায় আমব্রিন