মোংলা ও পায়রায় ৭ নম্বর, চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত

পপুলার২৪নিউজ ডেস্ক:

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। তবে কক্সবাজারে ৪ নম্বর সংকেত অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ আজ (শুক্রবার) এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে সংশ্লিষ্ট ২২টি মন্ত্রলণালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত যেকোনো সময় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানতে পারে।

প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত সবচে’ বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূলীয় সাতটি জেলা।  তাই অতি ঝুঁকিপূর্ণ সাত জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও বরগুনায় শুকনা খাবার এবং প্রতি জেলায় ৫ লাখ টাকা করে অগ্রীম বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধঅসামাজিক কার্যকলাপ, যুবলীগ নেতাসহ ৪ জন আটক
পরবর্তী নিবন্ধপঞ্চগড়ে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত