পপুলার২৪নিউজ ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির দুই মামলা দায়ের হয়েছে। মমতাজ উদ্দিন নামে এক ব্যক্তি বৃহস্পতিবার সকালে মামলা দুটি দায়ের করেন।
মানহানি হয়েছে- এমন অভিযোগ এনে মেয়রের শাস্তি চেয়ে বাদী মমতাজ উদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে আবেদন করেন। এছাড়া চতুর্থ সহকারী জজ আদালতে মানহানির ক্ষতিপূরণ চেয়ে অপর মামলাটি দায়ের করেন বাদী।
বাদীর আইনজীবী একলাস উদ্দিন ভূইয়া বলেন, মামলার বাদী মমতাজ উদ্দিনের আনন্দবাজারে একটি জায়গা আছে। ওই জায়গায় আদালতের ‘স্থিতি অবস্থা’র আদেশ থাকা শর্তেও সাঈদ খোকন বাদীকে ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদের হুমকিসহ অপমান করেন। এ কারণে তিনি মেয়রের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার দুটি মানহানির মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, চতুর্থ সহকারী জজ আদালত মামলাটি আমলে নিয়ে মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে সময় জারি করেছেন।