মেহেরপুরে ব্যবসায়ী খোকন হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

পপুলার২৪নিউজ,মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের থানাপাড়া সড়ক থেকে একটি বিদেশি পিস্তলসহ ইটভাটা ব্যবসায়ী খোকন হত্যা মামলার অন্যতম আসামি মজনুর রহমান মজনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ও গাংনী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

মজনুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, বোমাবাজি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে । সে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসী মজনু গাংনী বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। মজনুর বিরুদ্ধে গাংনী মাদ্রাাসাপাড়ার বাসিন্দা ইটভাটা ব্যবসায়ী খোকন হত্যাকাণ্ড ছাড়াও অপহরণ, চাঁদাবাজি, বোমাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহিৃত।
অপরদিকে,রবিবার ভোরে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে গাংনী থানার এস আই শহিদুল ইসলাম ও ধলা ক্যাম্প ইনচার্জ আব্দুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি অভিযান দল পরিচালনা করে সাড়ে ৫কেজি গাঁজা সহ শাহানারা খাতুন (৩৫) নামের এক মহিলাকে আটক করেছে। তিনি ওই গ্রামের জাকির হোসেন স্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধসেরা ১০০ ‘সুন্দর মুখ’-এর তালিকায় উর্বশী
পরবর্তী নিবন্ধএক উপাসনালয়েই প্রার্থনা করেন সব ধর্মের মানুষ!