মেসি-সুয়ারেস বিহীন বার্সার জয়

পপুলার২৪নিউজ ডেস্ক:
নেইমার চলে যাওয়ার পর বার্সেলোনার আক্রমণভাগের বাকী দুজন লিওনেল মেসি এবং লুইস সুয়ারেকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে বার্সেলোনা। সমালোচকরা বলছেন, এই দুজনকে ছাড়া বার্সেলোনা অচল।

কিন্তু মঙ্গলবার রাতে দেউলোফেউ, আলকাসেররা দেখালেন মেসি-সুয়ারেসকে ছাড়াও জিততে পারে কাতালানরা।
বার্সেলোনার এই জয় এল খুবই দুর্বল বলতে গেলে তৃতীয় সারির দল মুর্সিয়ার বিপক্ষে। মঙ্গলবার রাতে সেরা-৩২ রাউন্ডের প্রথম লেগে মুর্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্নেস্তো ভালভেরদের দল। ৪৪তম মিনিটে পাকো আলকাসেরের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে কয়েকজনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্দ দেউলোফেউ। ১১তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন লেফট উইঙ্গার হোসে আর্নাইস।

এই জয়ের ফলে শেষ ষোলোয় ওঠার পথ আরও মসৃন হয়ে গেল গতবারের চ্যাম্পিয়নদের। একই সাথে অনেকদিন ধরে বিশ্রাম পাওয়ার অপেক্ষায় থাকা লিওনেল মেসিও বিশ্রাম পেয়ে গেলেন। আগামী ২৯ নভেম্বর বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

 

পূর্ববর্তী নিবন্ধরুপাকে গণধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আজ
পরবর্তী নিবন্ধঠুমরির রানি’ গিরিজা দেবী আর নেই