পপুলার২৪নিউজ ডেস্ক
প্রথমার্ধে ছন্দে দেখা যায়নি বার্সেলোনাকে। তবে বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে আসেনস্প্যানিশ জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে আসল রূপে দেখা গেছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে। প্রত্যেকেই দুবার করেজালে বল পাঠিয়েছেন। তাদের নৈপুণ্যে রিয়াল বেটিসকে ৫-০ গোলে হারিয়েছেন কাতালানরা।
রোববার রাতে বেটিসের মাঠে আতিথ্য গ্রহণ করে বার্সা। প্রথমার্ধে ছন্দহীন খেলা খেলে দলটি।কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি অতিথিরা। উল্টো কয়েকবার গোল খাওয়ারসম্মুক্ষীণ হয়েছিলেন তারা। তবে স্বাগতিকরাও নিজ মাঠের ফায়দা লুটতে ব্যর্থ হন। এতে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পেতে মরিয়া হয়ে পড়ে বার্সেলোনা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষদের ব্যতিব্যস্ত রাখে দলটি। ফলে সাফল্য পেতেও বিলম্ব হয়নি। ৫৯ মিনিটে অপেক্ষা শেষ হয় বার্সার। এ সময় গোল করে দলকে লিড এনে দেন ইভান রাকিটিচ।
এগিয়ে গিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে ওঠে বার্সেলোনা। ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ৬৪ মিনিটে বজ্রগতির শটে প্রতিপক্ষের জালে বল জড়ান মেসি। ৬৯ মিনিটে দারুণ ভলিতে গোল করে ব্যবধান আরও বাড়ান সুয়ারেজ। এ নিয়ে লিগে টানা সাত ম্যাচে গোল পেলেন তিনি।
৮০ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দলের জয় প্রায় সুনিশ্চিত করেন মেসি। এবারের লিগে আর্জেন্টিনা যুবরাজের এটি ১৯তম গোল।
৮৯ মিনিটে গোল করে সব অনিশ্চয়তার ইতি টানেন সুয়ারেজ। এ নিয়ে এবারের লিগে ১৫ গোল করলেন উরুগুইয়ান স্ট্রাইকার।
এ জয়ে লা লিগায় বার্সেলোনার শীর্ষস্থান আরও মজবুত হলো। ২০ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩ পয়েন্ট কম নিয়ে তৃতীয় ভালেন্সিয়া।