‘মেসি চলে গেলে বার্সেলোনার নাম বদলে দিতে হবে’

পপুলার২৪নিউজ ডেস্ক:উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে লজ্জাজনক বিদায়ের পর গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি মৌসুমের শেষেই বার্সেলোনা ছেড়ে যেতে চান ক্লাবটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। আবার তাকে দলে ভেড়াতে ওৎ পেতে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।

মেসি ক্লাব ছাড়বেন কি, ছাড়বেন না- তা বোঝা যাবে অল্প কয়েকদিনের মধ্যেই। তবে বার্সেলোনার সাবেক তারকা খেলোয়াড় স্যামুয়েল ইতোর মতে, মেসি যদি বার্সেলোনা ছেড়ে যায়, তাহলে ক্লাবটির নামই বদলে দেয়া উচিৎ। কেননা মেসি ও বার্সেলোনা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে।

বার্সেলোনার হয়ে মেসির অভিষেকের দিন থেকে টানা পাঁচটি মৌসুম একসঙ্গে খেলেছেন ইতো। মেসির যখন উঠতি সময়, তখন আন্তর্জাতিক অঙ্গনে রীতিমতো তারকা খেলোয়াড় এ ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড। ছোট্ট মেসিকে বার্সেলোনায় নিজের সন্তানের মতো করেই দেখেছেন ইতো।

আর্জেন্টাইন টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আমি মেসিকে নিজের ছেলের মতো করে ভালোবাসি। সবসময় তার জন্য সেরাটাই চাই। মেসিই বার্সেলোনা, যদি মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদেরকে ক্লাবের নাম বদলে দিতে হবে।’

মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করে তিনি আরও যোগ করেন, ‘আমরা সৌভাগ্যবান যে আমাদের দলে বিশ্বের সবসময়ের সেরা খেলোয়াড় রয়েছে। এখন সে যেনো বার্সেলোনায়ই নিজের ক্যারিয়ার শেষ করতে পারে, সেজন্য আমাদের সম্ভাব্য সবকিছু করতে হবে।’

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ৮-২ গোলে হেরে যাওয়া বার্সেলোনার জন্য শুভকামনা জানিয়ে ইতো বলেন, ‘আমি চাই বার্সেলোনা ঘুরে দাঁড়াক এবং পরের মৌসুমের জন্য স্বপ্ন বুনতে শুরু করুক। নেতৃত্ব দেয়ার সময়ও কিছু চাপ প্রয়োগ করা উচিৎ। আমি আশা করব, বার্সেলোনার নীতিনির্ধারকরা ক্লাবটির জন্য ভালো সিদ্ধান্তই নেবে।’

পূর্ববর্তী নিবন্ধকরোনায় মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু
পরবর্তী নিবন্ধইংল্যান্ড-পাকিস্তান নয়, সাউদাম্পটনে জিতল বৃষ্টি