মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো 

পপুলার২৪নিউজ ডেস্ক:

লা লিগায় মালাগাকে হারিয়েই ৩৩তম শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। যেখানে দলীয় সাফল্য তো ছিলই এর সঙ্গে যোগ হয়েছে প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদোর মাইলফলক। লা লিগায় মেসির গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন রিয়াল মাদ্রিদ এই তারকা। তা কী সেই রেকর্ড? সেটা হলো গত আট মৌসুমে টানা ২৫ বা তার বেশি গোল করার রেকর্ড এতদিন ছিল মেসির দখলে। এবার তাতে ভাগ বসালেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।

মালাগার বিপক্ষে দ্বিতীয় মিনিটেই গোলমুখ উন্মুক্ত করেন রোনালদো। শুধু তাই নয়, আরেকটি দিক থেকেও মালাগাকে কোণঠাসা করে রেখেছেন মাদ্রিদ সুপার স্টার। এই মালাগার বিপক্ষেই লা লিগায় ১৫বার জাল কাঁপিয়েছেন তিনি। সামনে হয়তো রোনালদোর বিপক্ষে খেলতেই চাইবে না মালাগা!

উল্লেখ্য, দীর্ঘ ৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে রিয়াল মাদ্রিদ। গত দুইবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হটিয়ে লা লিগার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে গত রাতেই। লা লিগা বর্তমান মৌসুমের শেষদিন মালাগার বিপক্ষে ২-০ গোলে জিতে ৩৩তম শিরোপার স্বাদ পেয়েছে জিদানের শিষ্যরা। একই দিন অ্যাইবারের বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে বার্সেলোনা ৪-২ গোলের ঘুরে দাঁড়ানো জয় পেলেও শিরোপা ধরে রাখার জন্য যথেষ্ট ছিল না সেটি।

পূর্ববর্তী নিবন্ধমোহময়ী সাজে গাড়ি থেকে নামলেন ঐশ্বরিয়া, তারপর…
পরবর্তী নিবন্ধখাবার চুরির অপরাধে দুই নাবালককে নগ্ন করে জুতার মালা!