ফুটবল বিশ্বের সেরা তানকা লিওনেল মেসির আড়ালে তারা এই কোকেন পাচারের চেষ্টা চালায়।
তবে ঠিক ব্যক্তি মেসি নয়। আসল বিষয় হলো মাদক ব্যবসায়ীরা কোকেনের প্রতিটি প্যাকেটের গায়ে লিওনেল মেসির নাম ও ছবি সেঁটে এফসি বার্সেলোনার লোগো এবং স্পেন রাজার সিলমোহর ব্যবহার করে এই বিপুল পরিমাণ মাদক পাচারের কাজ করছিল।
পাচারকারীদের অভিনব এ পদ্ধতিও অবশ্য ধরা পড়ে গেছে। পেরুর পুলিশের হাতে ধরা পড়ার পর এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। এক কন্টেইনার ভর্তি কোকেন বেলজিয়ামে পাচারের জন্য প্রস্তুত করা হচ্ছিল।
পেরুভিয়ান পুলিশ সেটা আটক করার পর এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে। সেখানে বলা হয়েছে, বিশাল পরিমাণে কোকেন পাচারের সঙ্গে জড়িত এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। পেরুভিয়ান পুলিশ জানিয়েছে, উদ্ধার করা কোকেনের বাজারমূল্য প্রায় ৮৫ মিলিয়ন ডলার।
পেরুভিয়ান পুলিশের এক মুখপাত্র বলেন, ‘১২৮৮টি এক ধরনের মাছ রফতানির প্যাকেটে ছিল এ কোকেন। যার প্রতিটি প্যাকেটেই লেখা মেসি এবং বার্সেলোনা জার্সি পরা মেসির ছবি। সঙ্গে বার্সার লোগো। অধিকাংশ প্যাকেটেই রয়েছে স্প্যানিশ রাজার সিলমোহর। সিলমোহরটি ব্যবহার করা হয়েছে মূলত মাদকের শুদ্ধতা নিশ্চিত করার জন্য।’
পোর্ট অব ক্যালাওয়ের মাধ্যমে বেলজিয়ামের উদ্দেশে ফাইনাল শিপমেন্টের সময়ই পুলিশের হাতে ধরা পড়ে বিশাল এ মাদকের চালান। ওয়েবসাইট।