স্পোর্টস ডেস্ক : বড় খেলোয়াড়ের সফলতা এখানেই নিহিত। তিনি নিজে দলটির মন-মানসিকতায় যেভাবে পরিবর্তন এনে দিয়েছিলেন, তার অনুপস্থিতিতেও সেই মন-মানসিকতা ধরে রেখে খেলতে পেরেছে তার দল এবং তুলে নিয়েছে দুর্দান্ত এক জয়।
বলা হচ্ছিলো লিওনেল মেসির কথা। ইন্টার মিয়ামি ছিল মার্কিন ফুটবলে একেবারে তলানীর একটি দল। কিন্তু মেসি যেন জিয়ন কাঠি। যার ছোঁয়ায় সাত রাতের ঘুম ভেঙে যেন জেগে উঠেছে ইন্টার মিয়ামি। একের পর এক ম্যাচ জয় করে যাচ্ছিলো তারা।
বিজ্ঞাপন
এবার মেসি রয়েছেন আন্তর্জাতিক ফুটবলের ছুটিতে। বিশ্বকাপ বাছাই পর্বে তার দেশ খেলছে। প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হয়েছিলো ইকুয়েডরের। মেসির গোলে জয় পেয়েছে ১-০ ব্যবধানে।
মেসির অনুপস্থিতিতেই মেজর লিগ সকারে মাঠে নামতে হয়েছিলো ইন্টার মিয়ামিকে। প্রতিপক্ষ স্পোর্টিং কানসাস সিটি। তবে, মেসি না থাকলেও জয় পেতে সমস্যা হয়নি মিয়ামির। যদিও লড়াই হয়েছে। তবে স্পোর্টিং কানসাস সিটিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মিয়ামি।
লাতিন আমেরিকার দুই ফুটবলারের গোলেই বলতে গেলে জয় নিয়ে মাঠ ছেড়েছে মিয়ামি। ইকুয়েডরিয়ান ফুটবলার লিওনার্দো কাম্পানা করেন জোড়া গোল। আর্জেন্টাইন ফুটবলার ফাকুন্দো ফারিয়াস করেন এক গোল।
ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন লিওনার্দো কাম্পানা এবং ৪৫ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। ৬০ মিনিটে তৃতীয় গোল করেন ফাকুন্দো ফারিয়াস।
স্পোর্টিং কানসাস সিটির হয়ে ৯ মিনিটে প্রথম গোল করেন ড্যানিয়েল স্যাল্লোই। ৭৮ মিনিটে দ্বিতীয় গোল করেন অ্যালান পুলিদো।