ইনজুরির কারণে বাইরে লিওনেল মেসি। প্রাণভোমরা ছাড়া বার্সেলোনা কেমন করে তাই ছিল দেখার। অনেকে একে অগ্নিপরীক্ষা বলে অ্যাখ্যায়িত করেছিলেন।
সেই পরীক্ষায় শতভাগ নম্বর পেয়ে পাস করেছে বার্সা। তাকে ছাড়াই দুর্দান্ত খেলেছেন কাতালানরা। চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বের ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে আর্নেস্তো ভালভার্দের দল।
বুধবার ন্যু ক্যাম্পে আতিথ্য গ্রহণ করে ইন্টার মিলান। তবে অতিথিদের মোটেও ছাড় দেননি স্বাগতিকরা। প্রথমার্ধে প্রতিপক্ষকে নিয়ে ছিনিমিনি খেলেন তারা, ৭৪ শতাংশ বলই দখলে রাখেন।
ব্লাউগ্রানাদের মুহুর্মুহু আক্রমণে দিশাহারা হয়ে পড়েন ইতালিয়ান জায়ান্টরা। তাদের বুকে প্রথম ছুরি চালান রাফিনহা আলসান্তারা। ম্যাচের ৩২ মিনিটে একক নৈপুণ্যে স্প্যানিশ জায়ান্টদের লিড এনে দেন তিনি।
এর আগেই বেশ কটি সুযোগ সৃষ্টি করে বার্সেলোনা। তবে গোলমুখ খুলতে পারেননি তারা। ১৮ মিনিটেই স্কোরলাইন ১-০ হতে পারত। কিন্তু ইন্টার গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি ক্লেমো লংলে।
দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করে ইন্টার মিলান। ঘন ঘন আক্রমণে ওঠেন লুসিয়ানো স্পালেত্তি শিষ্যরা। এতে খেলা আরও ওপেন হয়ে যায়। ফলে সুযোগও পায় বার্সা। ৭০ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন লুইস সুয়ারেজ।
অবশ্য পরক্ষণেই সাফল্য পায় বার্সা। ৮৩ মিনিটে সফল নিশানাভেদ করেন জর্দি আলবা। ইভান রাকিটিচের পাস ধরে আড়াআড়ি শটে বল জালে জড়ান তিনি।
তিন ম্যাচের সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান।