মেন্টাল ভায়াগ্রা: ফিরিয়ে দেবে হারানো যৌন আকাঙ্ক্ষা

13

পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রকৃতির নিয়মেই যৌবনে যৌন উন্মাদনা কাজ করে। বৈজ্ঞানিক মতে এর বিশ্লেষণ করলে জানা যায় যে, ‘কিসপেপটিন’ নামে এক হরমোনের কারণেই মানুষের মনে যৌন চাহিদার উদ্রেক ঘটে।

বয়ঃসন্ধির সময় ও তার পরে কিসপেপটিন হরমোন মানুষের মস্তিষ্কে কাজ করতে থাকে। এতে যৌন আবেগের সৃষ্টি হয়। কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেই এই হরমোনের কার্যক্ষমতাও কমতে শুরু করে। এখানেই এগিয়ে এসেছেন লন্ডনের এক দল বৈজ্ঞানিক। তাদের মতে, কিসপেপটিনের প্রয়োগ পুনরায় মস্তিষ্কে সঞ্চার করতে পারে যৌন আবেগ।

গবেষণায় ২৯ জন যুবকের ওপর এই হরমোন প্রয়োগ করা হয়। পরে এমআরআই করে দেখা যায় যে, যৌনতা ও ভালোবাসার অনুভূতি সৃষ্টির জন্য মস্তিষ্কের যে অংশ দায়ী, তা বেশ সক্রিয় হয়েছে এই হরমোনের কারণে। যারা এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাদের একাংশ এও জানিয়েছেন যে এই হরমোন নেওয়ার পরে তাদের মেজাজ বদলে গেছে। ফলে বৈজ্ঞানিকরা মনে করছেন, কিসপেপটিন হরমোন অবসাদ কমাতেও কাজে লাগবে।

গবেষণায় যুক্ত বৈজ্ঞানিকদের মতে, এখন আরো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরেই তারা এই কিসপেপটিন হরমোন বাজারে আনতে সক্ষম হবেন। তারা মোটামুটি এর নামও ঠিক করে ফেলেছেন- মেন্টাল ভায়াগ্রা। সূত্র: এবেলা

পূর্ববর্তী নিবন্ধশত কোটি টাকার মালিকরাও আয়কর ফাঁকি দেন:প্রধান বিচারপতি
পরবর্তী নিবন্ধসার্চ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন