মেট্রোরেলে চড়তে ভোর থেকেই দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক:

জনসাধারণের জন্য মেট্রোরেল চালুর দ্বিতীয় দিনেও ভিড় করেছেন নগরবাসী। রাজধানীর গণপরিবহনে নতুন এই সংযোজনে উঠতে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন তারা। কেউ প্রয়োজনে, আবার কেউ এসেছেন শুধুই ভ্রমণের উদ্দেশ্যে। অনেকে একা, আবার অনেকে বন্ধু-স্বজনদের নিয়ে দাঁড়িয়েছেন লাইনে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে আগারগাঁও মেট্রোস্টেশনে গিয়ে দেখা গেছে এ দৃশ্য।

নগরবাসীর দীর্ঘ ভোগান্তি ও অপেক্ষার পর বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে সাধারণের জন্য চালু হয়েছে মেট্রোরেল। সাধারণ মানুষের জন্য সকাল ৮টায় যাত্রা শুরু হয় নগরের নতুন এই গণপরিবহনটির। গতকাল ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। আজও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন হাজারো মানুষ।

লাইনে দাঁড়ানো লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মেট্রোরেলের প্রথম দিনে না চড়তে পারার আক্ষেপ রয়েছে অনেকের মধ্যেই। কারণ ওই দিন লাইনে দাঁড়িয়েও অনেকে সময় স্বল্পতায় ট্রেনে চড়তে পারেননি। তাই আজ যেন আর কোনো ঝুঁকি ঝামেলা পোহাতে না হয়, এজন্য ফজর নামাজের পর থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকে ভোর ছয়টা ৪৫ মিনিটে ও অনেকে ৭টার সময়ও এই লাইনে দাঁড়িয়েছেন।

এদিকে আজ (শুক্রবার) টিকেট কাটতে টিকিট অফিস মেশিনের (টিওএম) চেয়ে টিকিট ভেন্ডিং মেশিনে (টিভিএম) আগ্রহ ছিল যাত্রীদের। তারা নিজে নিজে টাকা প্রবেশ করে টিকেট সংগ্রহ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন। যার ফলে প্রায় তিন ভাগের ২ ভাগ মানুষ টিভিএম এর সামনে এবং একভাগ মানুষ টিওএম অফিসের সামনে ভিড় করেছেন।

দ্বিতীয় দিনের প্রথম ট্রেনের যাত্রী হিসেবে কনকোর্স লেভেলে কথা হয় সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজের সঙ্গে। তিনি বলেন, আজকে ফজর নামাজের পরই এসে লাইনে দাঁড়িয়েছি। সঙ্গে পরিবারের সদস্যদেরও নিয়ে এসেছি। কারণ প্রধানমন্ত্রী পরশুদিন মেট্রোরেল উদ্বোধন করেছেন, তাই মেট্রোরেলে উঠতে দেরি হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিদেশে গিয়ে টিকিট কেটে মেট্রোরেল দেখার যে একটা আগ্রহ ছিল সেটি আর এখন বাংলার মানুষের থাকবে না। কারণ বাংলাদেশেই এখন মেট্রোরেল চলছে। আর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্যই সম্ভব হয়েছে।

আরেক যাত্রী সাবরিনা সুলতানা বলেন, মেট্রোরেলে চড়তে ভোর ৬টা ৪৫ মিনিটে লাইনে এসে দাঁড়িয়েছি। তবে তখন লাইনের সামনে প্রায় গোট ৫০ মানুষ ছিল। গতকালই (বৃহস্পতিবার) দেখেছি, ট্রেনে চড়তে অনেক ভিড় ছিল। তাই আগে আগে এসেছি।

এদিকে আজকে (শুক্রবার) সকাল ৮টা থেকেই মেট্রোরেল চলাচল স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। আর উত্তরা থেকে আসা যাত্রীদের মতিঝিল রুটে পৌঁছে দিতে বিআরটিসি বাস আগারগাঁও স্টেশনের বি গেটের সামনে থেকে নিয়মিত ছেড়ে যাচ্ছে।

মিরপুর থেকে আসা আয়াতুল ইসলাম সৈকত বলেন, আমরা চার বন্ধু একসঙ্গে এসেছি মেট্রোতে ভ্রমণের জন্য। ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো মেট্রোরেলে উঠতে পারবো।

মিরপুর থেকে ছেলেকে নিয়ে এসেছেন মো. শাহ আলম। তিনি বলেন, গতকালও মেট্রোরেল দেখার জন্য এসেছিলাম, কিন্তু টিকিট পাইনি। তাই আজ সকালেই এসে লাইনে দাঁড়ালাম। আজ আশা করছি উঠতে পারবো।

কোনো প্রয়োজনে নয়, ভ্রমণের জন্যই এসেছি, বলেন তিনি।

আগারগাঁও স্টেশনের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মাসুদুর রহিম বলেন, সকাল আটটায় গেট খুলে দেওয়া হয়েছে। লাইনের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে করোনায় আরও ১৫১৩ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৬৫ হাজার
পরবর্তী নিবন্ধপেলের প্রতি মেসি-রোনালদো-এমবাপ্পেদের শ্রদ্ধা