মেঘনা নদীতে ট্রলারডুবি, ২ জেলে নিহত

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে বৈরি আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে মেঘনায় ১৪ জেলে নিয়ে মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২ জেলের মৃত্যু হয়েছে।

তবে ১২ জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ স্লুইজ সংলগ্ন নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ এলাকার মো. হোসেনের ছেলে কবির (৩৫) ও ফয়েজউল্যাহর ছেলে রাসেল (২০)।

লালমোহন থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, ভোর ৫টার দিকে ঝড়ের কবলে পড়ে মেঘনায় ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে থাকা ১২ জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুইজন ট্রলার থেকে বের হতে পারেনি।

ট্রলারটি বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার করার পর পানি সেঁচ করে দুইজনের লাশ উদ্ধার করা হয়।

ট্রলারটি ওই এলাকার মোস্তাফিজ মাঝির বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধহিমাচল প্রদেশে বাস খাদে পড়ে নিহত ২০
পরবর্তী নিবন্ধওসমানীনগরে ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানের হেলপার নিহত