পপুলার২৪নিউজ ডেস্ক:ট্রাম্পের নির্দেশে মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি করা হলে তা জীবন ধ্বংস করবে বলে মন্তব্য করেছে বার্লিনের মেয়র মিশেইল মুলার। এ সময় তিনি ট্রাম্পের উদ্দেশ্যে পরামর্শ দেন, পৃথককরণের ঐ পথে হাঁটা উচিত হবে না। মুলার বলেন, এভাবে বিভক্তি রেখা টানা হলে তা ‘কষ্ট’ বয়ে আনবে। সেই সঙ্গে ধ্বংস হয়ে যাবে কয়েক লাখ মানুষের জীবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৬১ সালে থেকে ১৯৮৯ সাল পর্যন্ত জার্মানের বার্লিন শহর দেয়াল দিয়ে বিভক্ত ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মেক্সিকোর প্রেসিডেন্ট পেনে নিয়েতো নিজেদের মধ্যকার দূরত্ব হ্রাসের ঘোষণা দেয়ার পর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন উক্তি করেন বার্লিনের মেয়র। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনী প্রচারণায় সবচাইতে গুরুত্ব প্রদান করা হয়েছিল মেক্সিকো সীমন্ত দেয়াল। কিন্তু এই ইস্যু নিয়ে প্রতিবেশী দেশটির সঙ্গে শীতল সম্পর্ক সৃষ্টি হওয়াও বিষয়টি আবারো ভেবে দেখছে যুক্তরাষ্ট্র।