বিনোদন ডেস্ক:
এক বছর আগে আজকের দিনেই (১৪ জুন) না ফেরার দেশে পাড়ি জমান বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে বহুজন বহু মত দিয়েছেন। তবে ওই ঘটনার জেরে ঝড় নেমে এসেছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবনে। সাবেক প্রেমিকের অকাল মৃত্যুর জন্য নানাভাবে দায়ী করা হয়েছিল তাকে।
কেউ কেউ তাকে সরাসরি ‘খুনি’ আখ্যা দিয়ে ন্যায্য বিচারেরও দাবি জানিয়েছিলেন। ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তদন্তে একাধিকবার জিজ্ঞাসাবাদের পর ২৮ দিন কারাবাসও করতে হয়েছে তাকে।
এরপর মাস ঘুরে এসেছে বছর। তবে রিয়া এখনও কারও কারও চোখে দোষী। সেসব গায়ে না মেখেই সাবেক প্রেমিকের মৃত্যুবার্ষিকীতে তার জন্য খোলা চিঠি লিখলেন রিয়া।
তিনি লিখেছেন, ‘এমন একটা মুহূর্তও কাটে না যখন মনে হয় না তুমি আমার সঙ্গে আছ। সবাই বলে, সময় সবকিছু ঠিক করে দেয়। কিন্তু তুমিই তো আমার সময় ছিলে, আমার সবকিছু ছিলে।’
View this post on Instagram
A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)
চিঠি লিখতে গিয়ে সুশান্তের পুরনো অভ্যাসের কথা মনে পড়েছে রিয়ার। টেলিস্কোপ দিয়ে তারা দেখতে ভালোবাসতেন সুশান্ত। সেই স্মৃতি তুলে ধরে রিয়া লিখলেন, ‘আমি জানি তুমি চাঁদ থেকে তোমার টেলিস্কোপ দিয়ে আমাকে দেখছ। আমার খেয়াল রাখছ। আমি প্রত্যেক দিন তোমার জন্য অপেক্ষা করি। ভাবি, তুমি এসে আমাকে নিয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় খুঁজি তোমায়। জানি তুমি আমার সঙ্গেই আছ।’
সুশান্ত নেই। রয়ে গেছে স্মৃতি। তার সঙ্গে কাটানো মুহূর্তরা আজ আরও বেশি জীবন্ত রিয়ার মনে। সুশান্তের উদ্দেশে লেখা খোলা চিঠিতে রিয়া জানিয়েছেন, যতবার তিনি ভেঙে পড়েন, প্রেমিকের কণ্ঠে ‘তুমি পারবে’ কথাটাই নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগায় তাকে। স্মৃতি হাতড়ে বারবার এই শব্দগুলোই খুঁজে আনেন তিনি।
রিয়ার কথায়, সুশান্তকে ছাড়া জীবনের আর অন্য কোনও অর্থ খুঁজে পান না তিনি। অভিনেত্রীর এই শূন্যতা অপূরণীয়। সময় এগিয়ে গেলেও সুশান্ত-হীন জীবনে ‘থমকে’ আছেন রিয়া। ফিরে আসার জন্য অনুরোধ করেছেন সুশান্তকে। লিখেছেন, ‘কথা দিচ্ছি, প্রতিদিন তোমাকে মালপোয়া খাওয়াব। পৃথিবীর সব কোয়ান্টাম ফিজিক্সের বই পড়ে শোনাব। দয়া করে আমার কাছে ফিরে এসো।’