মৃত্যুদণ্ডের রায় রিভিউ চেয়ে কায়সারের আবেদন

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধী জাতীয় পার্টির সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার।

বৃহস্পতিবার (২২) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমীন।

আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ২১ অক্টোবর ওই রায় আপিল বিভাগ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরদিন ২২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করেন।

চলতি বছরের ১৪ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ সৈয়দ কায়সারের আপিল আংশিক মঞ্জুর করে রায় দেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মোট ১৪টি চার্জে দণ্ড হয়েছিল। এর মধ্যে সাতটিতে মৃত্যুদণ্ড, চারটিতে আমৃত্যু কারাদণ্ড। বাকি তিনটিতে ১০ বছর, ৭ ও ৩ বছর দণ্ড হয়েছিল।

মৃত্যুদণ্ডের সাতটির মধ্যে আপিল বিভাগ তিনটির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন (সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে)। তিনটিতে দণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয় (এর মধ্যে একটি সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে)। বাকি একটিতে খালাস দিয়েছেন।

আমৃত্যু দণ্ডের চারটির মধ্যে আপিল বিভাগ তিনটি বহাল রেখে একটিতে খালাস দিয়েছেন। বাকি তিনটির মধ্যে পাঁচ বছর এবং ১০ বছরের দণ্ড থেকে খালাস দিয়ে ৭ বছরের দণ্ড বহাল রেখেছেন।

আদালতে কায়সারের পক্ষে আইনজীবী ছিলেন এসএম শাহজাহান। সঙ্গে ছিলেন ব্যারিস্টার তানভীর আহমেদ আলীন। রাষ্ট্রপক্ষে ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও একেএম আমিন উদ্দিন মানিক।

রায় ঘোষণার পর ১৪ জানুয়ারি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, ধর্ষণে সহায়তা করার জন্য এই প্রথম একটি মৃত্যুদণ্ড দেওয়া হলো। এর ভিকটিম মাজেদা নিজে কোর্টে (ট্রাইব্যুনালে) এসে সাক্ষী দিয়েছেন। তার মেয়েও (যুদ্ধশিশু) সাক্ষী দিয়েছেন।

গত বছরের ৩ ডিসেম্বর রায়ের জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেছিলেন। এর আগে গত বছরের ১০ জুলাই এ আপিলের ওপর শুনানি শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধগেজেট প্রকাশ : মুক্তিযোদ্ধাদের নামের আগে লিখতে হবে ‘বীর’
পরবর্তী নিবন্ধদুঃখ প্রকাশ করে সেই নোটিশ প্রত্যাহার জনস্বাস্থ্য পরিচালকের