স্পোর্টস ডেস্ক:
টানা তিন ম্যাচে ৩+৩+২ = ৮ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। তবে, চতুর্থ ম্যাচে এসে মূদ্রার উল্টো পিঠ দেখতে হলো বাংলাদেশের এই লেগ স্পিনারকে। এবার আর কোনো উইকেটই পেলেন না তিনি। উল্টো বাবর আজমের পেশোয়ার জালমির কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে রিশাদের লাহোর কালান্দার্সকে।
অবশ্য পেশোয়ারের কাছে লাহোরের এই হারের দায় রিশাদ কিংবা বোলারদের নয়। এই হারের সম্পূর্ণ দায় ব্যাটারদের। লাহোরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যায় লাহোর। জবাবে ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পেশোয়ার।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে লাহোর। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটির ব্যাটাররা। মিডল অর্ডারে সিকান্দার রাজা ছাড়া আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি। সিকান্দার রাজা ৩৭ বলে করেন সর্বোচ্চ ৫২ রান।
এছাড়া ১৬ রান করেন শাহিন শাহ আফ্রিদি। ১ ছক্কা ও ১ বাউন্ডারিতে ১৩ রান করেন রিশাদ হোসেন। ১৯.২ ওভারে ১২৯ রান তুলতে অলআউট হয় লাহোর কালান্দার্স।
পেশোয়ারের অ্যালজারি জোসেফ ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। তিনি হন ম্যাচ সেরা। এছাড়া ২টি করে উইকেট নেন লুক উড ও হুসাইন তালাত।
জবাব দিতে নেমে ৭ রানেই ২ উইকেট হারিয়ে বসে পেশোয়ার জালমি। ২ রান করে সাইম আইয়ুব, কোনো রান না করেই টম কলার-ক্যাডমোর আউট হন। এছাড়া ২০ রান করে আউট হন মোহাম্মদ হারিস। ৪২ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন বাবর আজম এবং ৩৭ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন হুসাইন তালাত।
শেষ পর্যন্ত ১৬.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পেশোয়ার। ২ ওভার বল করে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি রিশাদ হোসেন।