পপুলার২৪নিউজ ডেস্ক :
ইলিশের নাম মুখে আসলেই দক্ষিণাঞ্চলের নদ-নদীর কথা চোখের সামনে ভেসে আসে। কিন্তু সে চিত্র এখন পাল্টে যেতে শুরু করেছে।
পদ্মা ও যমুনায় নয় রুপালী ইলিশ ধরা পড়ছে উত্তরের জেলা লালমনিরহাটের তিস্তা নদীতে। তবে ঝাকে ঝাকে নয়, মাঝে মাঝে। তাতেই বেজায় খুশি এখানকার মাঝিরা। ইলিশ যেন তিস্তা পাড়ের জেলেদের নতুন স্বপ্ন। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তিস্তার ইলিশ। তিস্তা ব্যারাজে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুদের আরেক আকর্ষণ এখন তাজা ইলিশ। তিস্তায় ইলিশ ধরা পড়ার এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি। ধরা পড়া ইলিশ মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে। প্রতি কেজি ইলিশ ৬শ থেকে ৮শ টাকায় বিক্রি হচ্ছে।
জানা গেছে, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ, গড্ডিমারীর তালেব মোড়, পারুলীয়া এলাকায় স্থানীয় জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। তিস্তায় ইলিশ ধরা পড়ছে এমন সংবাদে লোকজন ছুটে যাচ্ছে তিস্তা পাড়ে। তিস্তা পাড়েই বিক্রি হচ্ছে ইলিশ। প্রতিদিন গড়ে ১০ থেকে ২০টি করে ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। আজ শনিবারও তিস্তা ব্যারেজ এলাকায় ৫টি ইলিশ ধরা পড়েছে। সে মাছ আবার মূর্হূতেই চড়া দামে বিক্রি হয়ে গেছে।
স্থানীয় প্রবীণ জেলে খাদেম আলী (৫০) জানান, ১৯৮৮ সালের বন্যায় তিস্তায় কিছু ইলিশ মাছ ধরা পড়েছিল। আর আজ ৩০ বছর পর আবার তিস্তায় ইলিশ ধরা পড়ছে। ইলিশ ধরা পড়ায় জেলেদের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে।
তিস্তা ব্যারাজে ঘুরতে আসা আমিনুর রহমান, মনিরুজ্জামান ও ফারুক বলেন, এক কেজি ওজনের দুইটি ইলিশ মাছ কিনেছি ছয়শ টাকা কেজি দরে। তিস্তায় তাজা ইলিশ কিনতে পারব তা কখনও ভাবিনি।
তিস্তা পাড়ের জেলে আকবর হোসেন বলেন, তিস্তা নদীতে ইলিশ পেয়ে আমরা অনেক খুশি। তিস্তা নদী খনন করা হলে আমরা বিভিন্ন জাতের মাছ পেতাম। কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহেই পানিশুন্য হয়ে পড়ছে তিস্তা।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ ছিল ৬হাজার ৩’শ কিউসেক। দিন যত যাচ্ছে পানিও সমানতালে কমছে।
লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. এসএম রেজাউল করিম বলেন, নদীতে ইলিশ ধরা ২২ দিন বন্ধ থাকায় ঝাঁকে ঝাঁকে ইলিশ উজানের দিকে চলে এসেছে। তাই তিস্তা নদীতেও ইলিশ পাওয়া যাচ্ছে। তবে প্রচুর পরিমাণে ইলিশ তিস্তায় এসেছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।