মুস্তাফিজের জোড়া আঘাত

পপুলার২৪নিউজ ডেস্ক: লাঞ্চের পরেই ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগার। নেতৃত্বে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কুশল মেন্ডিসকে আউট করার পরপরই ফিরিয়ে দিয়েছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান দিনেশ চান্দিমালকে। দ্য ফিজের বলে মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়ার আগে ৫ রান করেন চান্দিমাল। অপর প্রান্তে ওপেনার করুণারত্নে ৯০ রান নিয়ে ব্যাট করছেন। তার সঙ্গী হয়েছেন অ্যাশলে গুনারত্নে।

পি সারা ওভালে বিনা উইকেটে ৫৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা শ্রীলঙ্কা চতুর্থ দিন সকালে প্রথম উইকেট হারায়।  মেহেদী মিরাজের দারুণ এক বলে বোল্ড হয়ে যান উপল থারাঙ্গা। আউট হওয়ার আগে তিনি ২৬ রান করেন। লাঞ্চের পর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ম্যাজিকে মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েন কুশল মেন্ডিস। আউট হওয়ার আগে তিনি ৯১ বলে ৩৬ রান করেন। দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৮৬ রান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ১৬৭। বাংলাদেশের চাইতে এখন ৩৭ রানে এগিয়ে স্বাগতিকরা। জয়ের জন্য ২০০ রানের মধ্যেই হেরাথ বাহিনীকে বেঁধে ফেলার পরিকল্পনা মুশফিকদের।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ১২ ঘাঁটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়নের পরিকল্পনা
পরবর্তী নিবন্ধহামলার আগাম তথ্য ছিল: ডিএমপি কমিশনার