মুসা ম্যানশন ও গোডাউন মালিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) রাতে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ শাহীন ফকির।

বংশাল থানার অফিসার ইনচার্জ বলেন, অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার দায়ে ভবন মালিক ও গোডাউন মালিকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা প্রথমে অপেক্ষা করেছিলাম যে, অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা মামলা করে কি না। কিন্তু স্বজনরা মামলা করার বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেননি। চারজন নিহত এবং ২১ আহত হয়ে ঘটনাটি বড় আকার ধারণ করায় পুলিশ বাদী হয়ে রাত ৯ টার দিকে মামলাটি করে। মামলায় আসামিরা হলেন ভবনের মালিক মোস্তাক আহমেদ এবং কেমিক্যাল গোডাউনের মালিকরা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানশনে আগুনের সূত্রপাত ঘটে। ১৯টি ইউনিটের চেষ্টায় হাজী মুসা ম্যানশনে লাগা আগুন শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয় এবং ২১ জন আহত হন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ নয়, ধীরে ধীরে খুলবে সব
পরবর্তী নিবন্ধ২৯ এপ্রিল থেকে বাস চালাতে চান মালিকরা