পপুলার২৪নিউজ ডেস্ক:
মিশরের ইসলামপন্থী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের সাবেক প্রধান মোহাম্মেদ মাহদী আকাফ মারা গেছেন।
৮৯ বছর বয়সী মাহদী ক্যান্সার আক্রান্ত হয়ে শুক্রবার কায়রোর একটি হাসপাতালে মারা যান।
মুরসি সরকারের পতনের পর তাকে গ্রেফতার করে সিসি সরকার। মৃত্যুর প্রায় ১০ মাস আগে অসুস্থতার কারণে কারাগার থেকে তাকে কায়রো হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
শুক্রবার মাহদীর কন্যা আলিয়া মাহদী আকাফ তার ফেসবুকের মাধ্যমে বাবা মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি তার ফেসবুকে লেখেন, ‘আমার বাবা এখন আল্লাহর কাছে।’
মুসলিম ব্রাদারহুডের আইনজীবী আবদেল মোনেল আবদেল মাকসুদও মাহদীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মিশরের রাজনীতি মুসলিম ব্রাদারহুডকে মূলধারার রাজনীতিতে এনে প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে মাহদী সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন বলে মনে করা হয়।
২০১৩ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অপসারণ করে আবদেল ফাত্তাহ আল সিসি ক্ষমতা নেয়ার পর গণহারে গ্রেফতারের সময় মাহদীকেও গ্রেফতার করা হয়।
মাহদী আকাফ ১৯২৮ সালে জন্মগ্রহণ করেন।তিনি ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত মুসলিম ব্রাদারহুডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।