দ্রুত তিন উইকেট হারানোর পর রানের রানের গতি একটু কমেছে বাংলাদেশের। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ চেষ্টা করছেন ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নিতে।
দ্বাদশ ওভারে তিন অঙ্ক ছুঁয়েছে বাংলাদেশের সংগ্রহ। ১২ ওভারে দলটির স্কোর ১০২/৩। মুশফিক ২০ ও মাহমুদউল্লাহ ১৮ রানে ব্যাট করছেন।
আলগা শটে সাকিবের বিদায়
লিটন দাসের ব্যাটে পাওয়া ভালো শুরুর সুবিধা হারাতে বসেছে বাংলাদেশ। দুই ওপেনাররের বিদায়ের পর দ্রুত ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
রায়ান বার্লের বলটি আহামরি কিছু ছিল না। মারতে চাইলে ছক্কাই মারতে পারতেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক স্রেফ বল তুলে দিলেন লং অফের ফিল্ডারের হাতে। যেন ক্যাচ ধরার অনুশীলন করালেন ফিল্ডার শন উইলিয়ামসকে।
ক্রিজে গিয়ে প্রথম তেমনই একটা বলে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকান মাহমুদউল্লাহ। ঠিক যেভাবে আগের বলটি খেলা দরকার ছিল সাকিবের।
৮ ওভারে বাংলাদেশের স্কোর ৭৬/৩। মুশফিকুর রহিম ৫ ও মাহমুদউল্লাহ ৭ রানে ব্যাট করছেন।
ঝড় তুলে ফিরলেন লিটন
আগের দুই ম্যাচে পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এবার হারালো দুটি। নাজমুল হোসেন শান্তর পর বিদায় নিলেন লিটন দাস।
ঝড় তুলেছিলেন ডানহাতি এই ওপেনার। আউটও হন বোলারের ওপর চড়াও হতে গিয়ে। ক্রিস এমপোফুকে ফাইন লেগের ওপর দিয়ে খেলতে গিয়ে নেভিল মাদজিভার অসাধারণ এক ক্যাচে ফিরেন লিটন। ২২ বলে দুই ছক্কা ও চারটি চারে ৩৮ রান করেন তিনি।
৬ ওভারে বাংলাদেশের স্কোর ৫৫/২। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মুশফিকুর রহিম।
শুরুতেই ফিরলেন শান্তএক প্রান্তে ঝড় তুলেছেন লিটন দাস। অন্য প্রান্তে রানের তেমন চাপ নেই। তারপরও সুযোগটা কাজে লাগাতে পারলেন না নাজমুল হোসেন শান্ত।
কাইল জার্ভিসের অফ কাটার বুঝতে পারেননি এই ওপেনার। শট খেলে ফেলেন আগেভাগেই। সহজ ক্যাচ মুঠোয় জমান বোলার। ভাঙে ৪৯ রানের জুটি।
৯ বলে ১১ রান করেন শান্ত। ৫ ওভারে বাংলাদেশের স্কোর ৪৯/১। ক্রিজে লিটনের সঙ্গী সাকিব আল হাসান।
লিটনের ব্যাটে ঝড়
প্রথম ওভারে আইন্সলে এনডিলোভুর প্রথম পাঁচ বল থেকে কেবল একটি সিঙ্গেল নিতে পেরেছিলেন লিটন দাস। তৃতীয় ওভারে বাঁহাতি স্পিনারের প্রথম চার বল থেকে তুলে নেন ১৯ রান। লং অফ দিয়ে হাঁকান দুটি ছক্কা, লং অন দিয়ে একটি চার। চতুর্থ বলে ফাইন লেগ দিয়ে পেয়ে যান তিন রান।
এর আগের ওভারে কাইল জার্ভিসকে হাঁকান দুটি চার।
৩ ওভারে বাংলাদেশের স্কোর ৩২/০। ১৫ বলে লিটনের রান ৩০। নাজমুল হোসেন শান্ত ৩ বলে ২ রানে ব্যাট করছেন।