পপুলার২৪নিউজ ডেস্ক:
ট্রেডমার্ক সুইপ কিংবা স্লগ সুইপ, চোখ জুড়ানো স্কয়ার ড্রাইভ, পুল কখনো বা রিভার্স সুইপের মতো সাহসী শটে মুশফিক তাঁর ১৩৪ (১৩৪ বলে) রানের ইনিংসটা সাজিয়েছেন ১৪ চার আর ১ ছক্কায়। একমাত্র ছক্কাটা মেরেছেন আবদুর রাজ্জাককে লং অফ দিয়ে উড়িয়ে মেরে। লং অফে রাসেল আল মামুনের ক্যাচ হয়ে ফিরেছেন ওই রাজ্জাকের বলেই।
নাঈমের ইনিংসটায় যদিও মুগ্ধ হওয়ার উপাদান কমই। তবুও তাঁর পরিশ্রমী ইনিংসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রূপগঞ্জের বড় স্কোর গড়তে। ৭ চার ও ১ ছয়ে সাজানো নাঈমের ১০৩ রানের ইনিংসটি শেষ হয়েছে ইলিয়াস সানির বলে ডিপ কাভার পয়েন্টে ইমরুল কায়েসের ক্যাচ হয়ে।
বিকেএসপির আরেক মাঠে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে ২৩৫ রানের লক্ষ্য দিয়েছে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত পারটেক্স।
ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ জুটি
রান | ব্যাটসম্যান | উইকেট | দল | প্রতিপক্ষ | মাঠ | সাল |
২৭৬ | মুমিনুল হক-রোশেন সিলভা | ৪র্থ | দোলেশ্বর | আবাহনী | বগুড়া | ২০১৩ |
২২৫ | নাঈম ইসলাম-মুশফিকুর রহিম | ৩য় | রূপগঞ্জ | শেখ জামাল | বিকেএসপি | ২০১৭ |
২১৪ | মেহেদী মারুফ-রনি তালুকদার | ১ম | দোলেশ্বর | কলাবাগান | ঢাকা | ২০১৪ |
২০৩ | মার্শাল আইয়ুব-মাহমুদউল্লাহ | ৩য় | শেখ জামাল | সিসিএস | বিকেএসপি | ২০১৬ |
* ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ লিস্ট ‘এ’ স্বীকৃতি পাওয়ার পর