পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে ডেকে অটোগ্রাফ নিয়েছেন ভারতের অলরাউন্ডার রবিচন্দন অশ্বিন।
সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সব ক্রিকেটার যখন ড্রেসিং রুমে যাচ্ছিলেন তখন বল এগিয়ে দিয়ে মুশফিকের কাছে তাতে সই দেয়ার অনুরোধ করেন।
বাংলাদেশের অধিনায়কও বলটিতে সই করেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যাও দিয়েছেন মুশফিক।
জানালেন, ওই বলটি দিয়ে তিনি দ্রুত ২৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েন। অশ্বিনের ২৫০তম উইকেটটি ছিল মুশফিকের। তাই মুশফিকের কাছ থেকে তাতে সই করে নিয়ে তা স্মরণীয় করে রেখেছেন।
মুশফিক বলেন, ‘অশ্বিন তার রেকর্ড গড়া বলটিতে আমার সই চেয়েছিল। আমি দিয়েছি।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে মুশফিক ১২৭ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। তাকে আউট করেন অশ্বিন। মুশফিককে আউট করে নিজের ২৫০তম উইকেট তুলে নেন অশ্বিন।