মুলারকে ছাড়িয়ে গেলেন মেসি

পপুরার২৪নিউজ ডেস্ক:

দুই গোলে পিছিয়ে পড়েও রিয়াল সোসিয়েদের মাঠে বার্সেলোনার জয়। দলের হয়ে ফ্রি কিক থেকে শেষ গোলটি করলেন লিওনেল মেসি। ৮৫ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিকের এ গোলে আর্জেন্টাইন খুদেরাজ গড়লেন নতুন এক মাইলফলকও।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এতদিন এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল ছিল গার্ড মুলারের। বায়ার্ন মিউনিখের সাবেক এ স্ট্রাইকারের নামের পাশে ৩৬৫টি গোল। মেসি তাকে ছুঁয়ে ফেলেছিলেন আগেই।

রোববার রাতে সোসিয়েদাদের বিপক্ষে গোল করে মুলারকে ছাড়িয়ে নতুন এক উচ্চতায় নিজেকে তুললেন মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক ক্লাবের হয়ে এখন সবচেয়ে বেশি গোল তার। বার্সা সুপারস্টারের গোল সংখ্যা এখন ৩৬৬টি।

পূর্ববর্তী নিবন্ধদেশেই বিশ্বমানের নাট, বোল্ট ও স্ক্রু তৈরি করছে ওয়ালটন
পরবর্তী নিবন্ধতামিম-সাকিবের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ