স্পোর্টস ডেস্ক:
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রান পাচ্ছেন না ইয়াশভি জয়সাওয়াল। ব্যাট হাতে এমন বাজে সময়ের মধ্যেই ঘরোয়া ক্রিকেটে তার দল বদলের গুঞ্জন। মুম্বাইয়ের হয়ে আর খেলতে চান না তিনি। আগামী মৌসুমে গোয়ায় যোগ দেবেন এই তরুণ ওপেনার।
মুম্বাই ছেড়ে গোয়ায় যেতে মুম্বাই ক্রিকেট সংস্থার (এমসিএ) কাছে অনাপত্তি পত্র (এনওসি) চেয়েছেন জয়সাওয়াল। এমসিএর এক সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমসিএর সেই কর্মকর্তা বলেছেন, ‘আমাদের কাছে এনওসি চেয়েছে জয়সাওয়াল। কেন গোয়ায় যাচ্ছে, সে সম্পর্কে কিছুই জানাতে চায়নি।’
এমসিএর অন্য এক কর্মকর্তা বলেন, ‘নিশ্চয় সে কিছু ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে। তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিল। আমরা সেই আবেদন মেনে নিয়েছি।’
জয়সাওয়ালের মতো ক্রিকেটারকে পেয়ে খুশি গোয়া। তারা অপেক্ষায় আছে তার আনুষ্ঠানিক ঘোষণার। গোয়া ক্রিকেট সংস্থার সচিব শাম্ব দেসাই বলেছেন, ‘সে আমাদের হয়ে খেলতে চায়। আমরা স্বাগত জানাচ্ছি। পরের মৌসুম থেকেই সে খেলবে।’
গোয়াতে গেলে অধিনায়কত্ব করার সম্ভাবনা কতটা জয়সাওয়ালের? এমন প্রশ্নের উত্তরে দেসাই বলেছেন, ‘সেটা হতেই পারে। সে ভারতীয় দলের হয়ে খেলে। তাই অধিনায়ক হতে বাধা নেই। আমরা চেষ্টা করব তাকেই অধিনায়ক করার।’