আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভারী বৃষ্টির কারণে একাধিক ফ্লাইট বিলম্বিত ও বাতিল করা হয়েছে। বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং শহরে পানি সরবরাহকারী সাতটি লেকের মধ্যে দুটির পানি আশেপাশের এলাকা প্লাবিত করেছে। সায়ন, চেম্বুর এবং আন্ধেরির মতো এলাকা জলাবদ্ধতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে ‘ফ্লাইট সময়সূচিতে পর্যায়ক্রমিক বিলম্ব হচ্ছে’ এবং যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফ্লাইটের অবস্থা সম্পর্কে খবর নিতে বলা হয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বৃষ্টিপাতের ফলে কিছু ফ্লাইট বাতিল হচ্ছে। আজকের বুকিংয়ের জন্য এয়ারলাইন সম্পূর্ণ অর্থ ফেরত বা পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
বন্যার কারণে আন্ধেরি সাবওয়ে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আবহাওয়া অফিস অধিকাংশ শহরের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, শহরে পানি সরবরাহকারী সাতটি লেকের মধ্যে দুটি মোদক-সাগর হ্রদ এবং বিহার হ্রদের পানি বেড়েছে।