মুমিনুলের ১২তম অর্ধশতক

পপুলার২৪নিউজ ডেস্ক:
দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে হাফসেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল হক। পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্টে ক্যারিয়ারের ১২তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ‘বাংলাদেশের ব্র্যাডম্যান’খ্যাত লিটল জিনিয়াস।

টানা ১১ টেস্টে হাফসেঞ্চুরির রেকর্ড গড়া মুমিনুলের ব্যাটে কিছুটা রান খরা চলছিল। এজন্য দল থেকে বাদ পড়ার মত অবস্থাতেও চলে এসেছিলেন এই লিটল ডায়নামো। টুকটাক রান পেলেও গত তিন টেস্টে পঞ্চাশোর্ধ কোনো ইনিংস আসেনি তার ব্যাট থেকে।

সর্বশেষ হাফসেঞ্চুরি পেয়েছিলেন এই বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে একটি টেস্টে একাদশেই জায়গা হারিয়েছিলেন দুর্দান্ত ধারাবাহিক এই ব্যাটসম্যান, ওই টেস্টটি ছিল অজিদের বিপক্ষে ইতিহাসগড়া জয়ের টেস্ট।
অবশেষে তিনি রানে ফিরলেন, সেটাও ভীষণ চ্যালেঞ্জিং দক্ষিণ আফ্রিকা সফরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৮৭ রান। তৃতীয় দিনে একটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। আশা জাগিয়েও ৩৯ রানে সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল। মুমিনুল ব্যাট করছেন ৬৮ রান নিয়ে। মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ২৬ রানে।

 

পূর্ববর্তী নিবন্ধগুগলের কাছে ৯ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার
পরবর্তী নিবন্ধ ৩২০ রানে অলআউট বাংলাদেশ