মুমিনুলের ডাবল সেঞ্চুরি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ডাবল সেঞ্চুরিটা করেই ফেললেন মুমিনুল হক। বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে ১৬৯ রানে অপরাজিত ছিলেন তিনি। বুধবার দ্বিতীয় দিনে প্রথম পানি পানের বিরতির একটু পর ২০০ রানের কোটা পূরণ করেন বাঁহাতি স্টাইলিশ এ ব্যাটসম্যান।

মুমিনুলের ডাবল সেঞ্চুরি করতে লেগেছে ২৫৫ বল। ১৯ চারের পাশে ছিল ২টি ছক্কা। ডাবল সেঞ্চুরির পরও এগিয়ে গেছেন পয়েট অব ডায়নামো খ্যাত এ ব্যাটসম্যান।খেলেছেন ক্যারিয়ারসেরা ২৫৮ রানের মহাকাব্যিক ইনিংস।

আব্দুর রাজ্জাকের বলে নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন মুমিনুল। ফেরার আগে ৩৪৪ বলে ২৩ চার ও ৩টি ছক্কায় এ ইনিংস সাজান তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আগের সর্বোচ্চ ছিল ২৩৯।

মুমিনুলের ক্যারিয়ারসেরা ইনিংসে প্রথম ইনিংসে ৫৪৬ রান করে থেমেছে পূর্বাঞ্চল। নিজেদের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে দক্ষিণাঞ্চল।

কদিন বাদে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে নেই মুমিনুল। তবে দারুণ এই ডাবল সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেতে পারেন তিনি, সেটি আপাতত ধরেই নেয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা সাদকে নিয়ে বিক্ষোভ, বিমানবন্দরে তীব্র যানজট 
পরবর্তী নিবন্ধ‘মাওলানা সাদকে বিমানবন্দর থেকেই ফিরে যেতে হবে’