মুন্সীগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

পপুলার২৪নিউজ ডেস্ক:

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৮ জন।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া দাউদকান্দি সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতরা কক্সবাজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক। তারা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. কাফি (৩৫) ও আব্দুল কুদ্দুসের ছেলে আলম বাদশা (২৫) এবং গাইবান্ধা সদরের ইদু মিয়ার ছেলে ইমরান (২২)।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস (হায়েস) বাউশিয়ার পাখির মোড় থেকে ব্রিজ দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়।

আহত ৮ জনকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালক পলাতক আছে। মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের লাশ পুলিশের হেফাজতে আছে। এরা সবাই কক্সবাজার মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক। কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে গাইবান্ধার সাঘাটা এলাকায় ফিরছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ২৭০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো “ স্বপ্ন নিয়ে “
পরবর্তী নিবন্ধসৌদি আরবে গোলাগুলিতে নিহত ৬