মুনরোর রেকর্ড সেঞ্চুরিতে রানের পাহাড় নিউজিল্যান্ডের

২০১৮ সালটা দারুণভাবে শুরু করলেন কলিন মুনরো। মাত্র ৪৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। এ নিয়ে আন্তর্জাতিক টি২০-তে তার সেঞ্চুরি হল তিনটি, যা আর কোনো ব্যাটসম্যানের নেই।

বাঁহাতি এই ব্যাটসম্যানের জ্বলে ওঠার দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৪৩ রান করেছে তারা।

বুধবার মাউন্ট মানগানুইয়ের বে ওভালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ওপেন করতে নেমে প্রথম বলেই চার মেরে ঝড়ের পূর্বাভাস দেন মার্টিন গাপটিল (৬৩)। কলিন মুনরোকে নিয়ে ক্যারিবীয় বোলারদের তুলোধুনো করেন তিনি।

একপর্যায়ে গাপটিল হার মানলেও ক্রিজে টিকে থাকেন মুনরো। পরে ব্যাটকে তলোয়ার বানিয়ে ব্র্যাথওয়েটদের কচুকাটা করেন তিনি। মাত্র ৪৭ বলে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান। যা নিউজিল্যান্ডের পক্ষে টি২০-তে কোনো ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি।

এর আগে রেকর্ডটি ছিল ব্রেন্ডন ম্যাককালামের দখলে। ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

১০ ছক্কা ও ৩ চারে ১০৪ রানে সাজঘরে ফেরার আগে ৫৩ বল মোকাবেলা করেন মুনরো। এর পর অধিনায়ক কেন উইলিয়ামসনের ৮ বলে ১৯ রানের সৌজন্যে নির্ধারিত ওভারে ২৪৩ রানের পাহাড়ে চড়ে নিউজিল্যান্ড। টি২০ ইতিহাসে যা সপ্তম সর্বোচ্চ দলীয় স্কোর।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ২ ও অভিষিক্ত রায়াদ এমরিত নেন ১ উইকেট।

তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচটি জিতে এগিয়ে যায় নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধ‘দোয়ারাবাসী নটি আর ছাতকবাসী সন্ত্রাস’ পিআইও’র কটুক্তিতে উত্তেজনা