মুজিববর্ষ উপলক্ষে মুকসুদপুরে দিনব্যাপি পরিচ্ছন্নতাও সচেতনতা ক্রর্যক্রম

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি, দেলোয়ার হোসেন
গোপালগঞ্জের মুকসুদপুরে পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে শুরুটা এখানে করার দায়িত্ব আপনার,এই দেশ আমার এই শহড় আমার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ও আমার এই স্লোগান সামনে রেখে মুজিববর্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী।এই উপলক্ষে মুকসুদপুর উপজেলা কে ক্লিন সিটি-গ্রীন সিটি’ হিসাবে রুপান্তর লক্ষে দিনব্যাপি পরিচ্ছন্নতা ও সচেতনতা ক্রর্যক্রম।

?

২৬ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা চত্বরে উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদ। সপথ বাক্য পাঠ করার উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমত হোসেন ভূইয়া।এই সময় বক্তব্য দেন উপজেলা ১০০শষ্যা হাসপাতাল স্বাস্থ্য অফিসার ডাঃ মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশালী সজল কুমার দত্ত,কৃষি অফিসার মনিরুজ্জামান, মুকসুদপুর থানার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া,মুকসুদপুর সরকারী এস,জে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শুনিল চন্ড মন্ডল, মুকসুদপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান সিকদান, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ ছিরু প্রমুখ।অনুষ্ঠান সয়ঞ্চয়না করেন গোপালগঞ্জ জেলা বিডি ক্লিনের সদস্য সজল দাস।উপজেলা প্রশাসন আয়োজন ও সাবিক সহযোগিতা করেন বিডি ক্লিন গোপালগঞ্জ মুকসুদপুর পৌরসভার শহড়ে অলি গলিতে ছোট বড় শপিং কমপ্লেক্স রাস্তা উপর ও দুধারে ময়লা আর্বজনা পরিচ্ছন্নতা সচেতনতা সরকারী এস,জে উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষাথীরা অংশ গ্রহন করেন।

পূর্ববর্তী নিবন্ধচালের দাম ঊর্ধ্বমুখী,সংবাদ সম্মেলনে আসছেন খাদ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধহেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম