মুজিববর্ষে অতিথিদের সফর বাতিল নয়, স্থগিত : পররাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মুজিববর্ষে আমন্ত্রিত বিদেশি অতিথিদের সফর বাতিল নয়, স্থগিত করা হয়েছে। তবে বছরব্যাপী নানা অনুষ্ঠানে আবারো তাদের আমন্ত্রণ জানানো হবে।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ বাস্তবায়ন আন্তর্জাতিক উপ-কমিটির সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও একই কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সফর আপাতত স্থগিত করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিদেশ যাওয়া-আসা সীমিত করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশও নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব। বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর স্থগিত করা হয় মুজিববর্ষের মূল আয়োজন। ফলে ঢাকায় আর আসা হলো না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ আমন্ত্রিত বিদেশি অতিথিদের।

মুজিববর্ষ সামনে রেখে আগামীতে আবারো কোনো বিশেষ দিনে তাদের আমন্ত্রণ জান%E

পূর্ববর্তী নিবন্ধ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআট হাজার পিস ইয়াবাসহ ভূজপুরের তরিকত নেতা বাবু গ্রেফতার