মুগ্ধ-স্নিগ্ধ আমার কোলে বসে ছবিও তুলেছিল : আসিফ

বিনোদন ডেস্ক:

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তারই জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

সম্প্রতি মুগ্ধ ও স্নিগ্ধকে নিয়ে পুরোনো স্মৃতি রোমন্থন করলেন দেশের সংগীতাঙ্গনের যুবরাজ খ্যাত শিল্পী আসিফ আকবর। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্নিগ্ধের সঙ্গে দুইটি ছবি প্রকাশ করেছেন তিনি।

যেই ছবিগুলো প্রকাশ করে আসিফ আকবর লিখেছেন, জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ মীর মুগ্ধ। তারই জমজ ভাই মীর স্নিগ্ধ। তাদের একমাত্র মামা মইনুল হোসেন চৌধুরী দীর্ঘদিন আমার সঙ্গে ছিল, সে হিসেবে আমিও স্নিগ্ধর মামা।

মইনুলের বিয়ের স্মৃতি রোমন্থন করে আসিফ লেখেন, মইনুলের বিয়ের সময় মুগ্ধ স্নিগ্ধ ছোট ছিল। দুই ভাই আমার কোলে বসে ছবিও তুলেছিল, খুঁজলে হয়তো পাওয়া যাবে।

এরপরে হঠাৎ মুগ্ধ-স্নিগ্ধকে নিয়ে স্ট্যাটাসের কারণ উল্লেখ করে আসিফ লিখেছেন, মুগ্ধ নিজে ছিল স্কাউট, স্নিগ্ধও তাই। আগামী ২০শে ফেব্রুয়ারী রোভার স্কাউটের ৭ম জাতীয় কমডেকা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জে। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস স‍্যার। স্নিগ্ধসহ একদল স্কাউট এসে অফিসে এসে একটা গান ধরিয়ে দিয়ে বললো গাইতেই হবে, এটা থিম সং। পরে সঙ্গীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু গানটিকে পরিমার্জন করে একটা কম্পোজিশান তৈরী করেছে, গানটি গেয়েও ফেলেছি।

আসিফ এরপর লেখেন, ইংল‍্যান্ড সফরের কারণে মূল অনুষ্ঠানে থাকতে পারবোনা। স্নিগ্ধ জুলাই বিপ্লবের ছবি সম্বলিত স্কাউটের ক‍্যালেন্ডার গিফট করেছে। একজন এক্স স্কাউট হিসেবে আমি গর্বিত এমন কাজের অংশ হতে পেরে।

সবশেষ এই গায়ক জানান, স্নিগ্ধের সঙ্গে দেখা হওয়ার পর থেকে বুকের ভিতরের মোচড়টা আর বন্ধ হচ্ছে না। শহীদ মুগ্ধের অমর উক্তি- পানি লাগবে পানি! বারবার আপ্লুত হয়ে যাই। এগিয়ে যাক তরুন প্রজন্ম। তারুণ‍্যের জয়গান গাইতে সবসময়ই ভালোলাগে আমরা, গেয়েই যাবো। ভালবাসা অবিরাম…।

পূর্ববর্তী নিবন্ধআজ রাতে ইসরায়েল যা সিদ্ধান্ত নেবে আমরা সমর্থন দেব: ট্রাম্প
পরবর্তী নিবন্ধচেয়েছিলাম সেটেল্ড হওয়ার পর সন্তান হোক : পরমব্রত