‘মুখোশ’ নিয়ে আশাবাদী মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : রাজধানীর আধুনিক প্রেক্ষাগৃহ সহ দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইফতেখার শুভ পরিচালিত ছবি ‘মুখোশ’। মুক্তির আগে গতকাল রাতে রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে ‘মুখোশ’ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

প্রিমিয়ার শো শেষে মোশাররফ করিম সাংবাদিকদের বলেন- গল্পটি ভালো, সে কারণেই দর্শক সিনেমাটি দেখবেন। আমি ভীষণ আশাবাদী।

এই সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন ইব্রাহিম খালেদি চরিত্রে। সিনেমার মূল রহস্য তাকে ঘিরে, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রিমিয়ার শো’তে সেই অপেক্ষা শেষ করে গল্পের প্রশংসায় মেতেছিলেন আগত অতিথিরা। অভিনয়ে প্রশংসায় কুড়িয়েছেন খ্যাতিমান অভিনেতা আজাদ আবুল কালাম, মোশাররফ করিম, পরীমনি, ইরেশ জাকেরসহ অন্যরা।

আয়োজনে পরিবারসহ উপস্থিত হয়েছিলেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী পরীমনি। নায়িকার ভাষ্য, আমার প্রতি সিনেমা মুক্তির সময় মনে হয়, প্রথম সিনেমাটি মুক্তি পাচ্ছে। এই বেলাতেও তাই মনে হচ্ছে, টেনশন কাজ করছে এবং আমি নার্ভাসও! আশা করছি এই সিনেমা দর্শকদের মন ছুঁয়ে যাবে।

দর্শকদের জন্য ‘মুখোশ’ শুক্রবার (৪ মার্চ) দেশব্যাপী ৩৮ সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে পরিচালক ইফতেখার শুভর লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে। সিনেমাটির অন্যতম প্রযোজকও পরিচালক।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগ করার চিন্তা করেছিলাম: ইলিয়াস কাঞ্চন
পরবর্তী নিবন্ধশপথ নিলেন সিলেটের ১৫ ইউপি নবনির্বাচিত চেয়ারম্যানরা