মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-পুতিন

 পপুলার২৪নিউজ ডেস্ক:

আগামী সপ্তাহে প্রথমবারের মতো বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । জার্মানিতে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় একটি সম্মেলনে এই দুই নেতা প্রথম পরস্পরের মুখোমুখি হবেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে রয়টার্স।

আগামী ৭-৮ জুলাই হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলন বসছে। এই সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস ও ক্রেমলিন।

মার্কিন নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ আছে। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তবে বেশ কয়েকবার রুশ প্রেসিডেন্টের খোলাখুলি নানা প্রশংসা করেছেন ট্রাম্প।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে চীন
পরবর্তী নিবন্ধবিয়ের দু’সপ্তাহ কেটেছে বিছানায় : সোফিয়া