মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
মুকসুদপুর উপজেলার বিদ্যালয়গামি শিশুদের সুন্দর স্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে মুকসুদপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ও প্রভাকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজি ছখীউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার- ভূমি মোহাম্মদ মাসুম এবং সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মোতালেব মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুন্সী রুহুল আসলাম, দুইটি স্কুলের প্রধান শিক্ষক আবু মোহাম্মদ যিয়াউল কবির ও আবুল কালাম আজাদ, ডা. শংকর কুমার সাহা, রিজিওনাল স্পেশালিস্ট স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াস, এডিপি ম্যানেজার রবার্টসন সরকার। অনুষ্ঠানে এডিপির সকল কর্মী, দুটি বিদ্যালয়ের ২শ শিক্ষার্থী, সকল শিক্ষকগণ, বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ২শ ৬০ জন উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথীগণের উপস্থিতিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এ দুইটি বিদ্যালয়ের পরিচালনা পর্যদের প্রধানগণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উল্লেখ্য যে, মুকসুদপুর থেকে এডিপির সকল কার্যক্রম সমাপ্তির পর শিশুদের সার্বিক স্বাস্থ্যভ্যাস অক্ষুন্ন রাখার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। এসময় আমন্ত্রিত অতিথিগণ এডিপির স্বাস্থ্য প্রকল্প থেকে প্রদত্ত স্বাস্থ্য বিধির উপর দুটি বিল বোর্ড উন্মোচন করেন। আলোচনায় সভাপতি, প্রধান অতিথি বিশেষ অতিথিগণ একযোগে সকলকে স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।