দেলোয়ার হোসেন,মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
দীর্ঘ প্রতীক্ষার পরে বিস্তর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৪ মার্চ মঙ্গলবার অবশেষে ঘোষিত হলো মুকসুদপুর পৌরসভার নির্বাচনী তফসিল।
জেলা নির্বাচন অফিসার মুন্সী অহিদুজ্জামান জানান নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মোতাবেক মুকসুদপুর পৌরসভার নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ ও জমার শেষদিন ২৭ মার্চ, প্রার্থী বাছাই ২৯ মার্চ. এবং প্রত্যাহার ৫ এপ্রিল এবং ২৫ এপ্রিল তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্যা জানান এবারে মুকসুদপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯শ ৬১ জন। ভোটকেন্দ্র হলো ১ নং ওয়ার্ডে লখাইরচর এমএ খালেক বিদ্যালয় মোট ভোটার ১৪৩৪ জন, ২ নং ওয়ার্ডে প্রভাকরদী দাখিল মাদরাসা মোট ভোটার ১১৪৮ জন, ৩ নং ওয়ার্ডে নগরসুন্দরদী প্রাইমারি স্কুল ভোটার সংখ্যা ১৪৪৯ জন, ৪ নং ওয়ার্ডে মোট ভোটার ১৬০৩ জন ভোটকেন্দ্র পাইলট স্কুল, ৫ নং ওয়ার্ডে ভোটকেন্দ্র মুকসুদপুর কলেজ মোট ভোটার ২৪০৭ ভোট, ৬ নং ওয়ার্ডে মোট ভোটার ১৮৯৪ জন কেন্দ্র এসেজে হাই স্কুল, ৭ নং ওয়ার্ডে ভোটার ২২৪১ জন কেন্দ্র কমলাপুর প্রাইমারি স্কুল, ৮ নং কেন্দ্র পিকেইউএন স্কুল ভোটার ১৪৮৬ জন এবং ৯ নং ওয়ার্ডে ভোটকেন্দ্র গোলাবাড়ীয়া প্রাইমারি স্কুল, ভোটার ১২৯৯ জন।
উল্লেখ যে ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ওই সময়ে পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামীলীগ নেতা সাজ্জাদ করিম মন্টু বাসগাড়ী প্রতীকে ২৩২১ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিজানুর রহমান লিপু বাইসাইকেল মার্কায় ১৮৯৪ ভোট, সেই সময়ের উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আতিকুর রহমান মিয়া ছাতা প্রতীকে পেয়েছিলেন ১৭২৯ ভোট, এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহজ্জাদ মহসিন খিপু মিয়া মোমবাতি প্রতীকে পেয়েছিলেন ১২৮১ভোট। ওই সময়ে ৩ আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৮ জন এবং সাধারন ৯ ্আসনে কমিশনার প্রার্থী ছিলেন ৩৪ জন।
দীর্ঘদিন পৌরসভা বাতিল, ইউনিয়ন পরিষদ গঠন, হাইকোটে মামলা, ইত্যাদি কারনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, এলাকাবাসীরা ভোটাধিকার থেকে দুরে থাকায় হতাশা বিরাজ করছিল।
উল্লেখ যে, ৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান এর বেঞ্চ মুকসুদপুর পৌরসভা বাতিলের গেজেট বাতিল পূর্বক পৌরসভা অব্যাহত রেখে দায়ের কৃত রিট নিষ্পত্তি করে রায় প্রদান করলে মুকসুদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের সকল বাধা দূর হয়। রায়টি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার ১৬ নভেম্বর প্রকাশ করলে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন উদ্যোগ গ্রহণ করেন।
এবারের নির্বাচনে দলীয় মনোনয়নে মেয়র প্রার্থী হবেন। প্রার্থীরা পাবেন রাজনৈতিক দলের প্রতীক। সে হিসেবে আওয়ামীলীগ থেকে প্রার্থী রয়েছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড.আতিকুর রহমান মিয়া। ক্ষমতাশীন মেয়র সাজ্জাদ করিম মন্টু রাজনৈতিক দল পরিবতর্নে বিএনপি থেকে মনোনয়ন না পেলেও স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারেন। নির্বাচন করতে পারেন মুকসুদপুর কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস বর্তমানে স্বতন্ত্র মিজানুর রহমান মন্টু মৃধা, বিএনপি উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া, বিএনপি (মঞ্জু) গ্রুপের সভাপতি আহজ্জাদ মহসিন খিপু, এবং বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল মিয়ার চাচা ইব্রাহীম খলিল বাহার স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ইসলামী আন্দোলনের মনোনীত হাফেজ ফরহাদ হাতপাখা প্রতীকে নির্বাচন করতে পারেন।