হায়দার হোসেন (মুকসুদপুর)গোপালগঞ্জ :
প্রায় ৭বছর আগে ৬ নভেম্বর ২০১৫ তারিখে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহবুব আলী খান এর যৌথ স্বাক্ষরে ২৮ মার্চ ২০১৭ তারিখে ৬৭ জনের কমিটির অনুমোদন দেয়া হয়। এই অনুমোদিত কমিটি এতদিনে কাজ করার পরে আগামী ৭ সেপ্টেম্বর মুকসুদপুর উপজেলা ক্যাম্পাসে আইডিয়াল কিন্ডার গার্টেন সংলগ্ন পরিষদ মাঠে অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে মুকসুদপরে সাজ সাজ রব, দলীয় আয়োজনে চলছে জোর প্রস্তুতি।
সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, এস.এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কার্য্য নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, জনাব সাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আবদুল আউয়াল শামীম ও ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারগিস রহমান এমপি থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
ঐতিহ্যপূর্ণ এ সম্মেলনের উদ্বোধক গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।
‘প্রস্তুত সম্মেলন মঞ্চ, আগত কাউন্সিলর, ডেলিগেটসহ আমন্ত্রিত সকল অতিথিকে দাওয়ায় দেওয়ার কাজ শেষ। এখন শুধু অপেক্ষা সেই মাহিন্দ্র ক্ষণের’ বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদুর রহমান।
সারা মুকসুদপুরের সকল ইউনিয়নের প্রধান সড়ক, আন্ত উপজেলা সড়ক, প্রধান প্রধান হাটবাজার, এবং ঢাকা গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর অংশে তৈরী হয়েছে ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুন, পোষ্টারে ছেয়ে গেছে সারা মুকসুদপুর। সম্মেলন সম্মেলন সফল করতেই এই আয়োজন।
প্রচলিত ধারায় সম্মেলনের দিনে শুধুমাত্র সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের মধ্যে Ñ কাকে কোন পদে দেখতে চায়’ এই নিয়ে চলছে আগ্রহী প্রচারণা। কোন কোন মন্তব্যে পছন্দের প্রার্থীর সাফাই গেয়ে তার পক্ষে নানাবিধ প্রচারণা থাকলেও পুর্বের ধারাবাহিকতায় কারো বিরুদ্ধে এখনও কোন বিরূপ প্রপাগান্ডা ছড়াতে দেখা যায়নি। এটা অবশ্য ইতিবাচক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তারপরেও সভাপতি পদে এখনও পর্যন্ত বর্তমান সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সিনিয়র সহসভাপতি আশরাফ আলী আশু মিয়ার নাম বিভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে। তাদের দুজনের মধ্যে যে কেউ সভাপতি পদে আসলে সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারই বহাল থাকছেন এটা প্রায় নিশ্চিত। তবে এর ব্যতিক্রম হলে রবিউল আলম শিকদার সভাপতি হচ্ছেন এমন কথা কর্মীদের সবার মুখে। তাদের স্বস্তি পরিবর্তন হোক আর না হোক দলীয় নেতৃত্ব ও কর্তৃত্ব থাকছে রবিউল আলম শিকদারের হাতেই।
রবিউল আলম শিকদার যদি সভাপতির দায়িত্ব পান তাহলে সাধারণ সম্পাদক পদে সম্ভাবনা রয়েছে কমপক্ষে ৪ জনের। এরা হলেন সাহিদুর রহমান টুটুল, মহিউদ্দীন আহম্মেদ মুক্ত, সাব্বির খান এবং হুজ্জাত হোসেন লিটু। সাব্বির খান নিজের মুখে কখনো সাধারণ সম্পাদক পদ না চাইলেও তার কর্মী সমর্থকরা প্রতিদিনই তার গুণগান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। দিনের কার্যক্রমের উপর ভিত্তি করে প্রতিদিনই সাব্বির খানের মোবাইল থেকে কি লিখে পোষ্ট দেয়া হবে তার ড্রাফট লিখে, কোন ছবি দেওয়া হবে তারও নির্দেশনা দেয়া থাকে তাদের কর্মী সমর্থদের। অন্যান্য প্রার্থীদের মধ্যে এমএম মহিউদ্দীন আহম্মেদ মুক্ত বিভিন্ন নেতা কর্মীদের সাথে ফোন ও সরাসরি যোগাযোগ করে তার স্বপক্ষে জনমত বৃদ্ধি করছেন। অপর দু’প্রার্থী সাহিদুর রহমান টুটুল ও হুজ্জাত হোসেন লিটু মিয়ার সাফ জবাব দল করি বঙ্গবন্ধুর আর্দশে শেখ হাসিনার নেতৃত্বে এবং সরাসরি ফারুক খানের নির্দেশে। ফারুক খান যদি কোন পদের দায়িত্ব দেন তাহলে তা পালন করবো। গত ২৮ বছর ধরে তার নির্দেশনার বাইরে যাইনি। যতদিন ফারুক খান নেতৃত্বে থাকবেন তার নির্দেশনাই মেনে চলবো।
চলমান কমিটির সদস্য সংখ্যা ৬৭ এবং উপদেষ্টা কমিটির ১৫জন সদস্য থাকলেও ইতোমধ্যে ৪জন সহসভাপতি ও ১ জন সদস্য পরোলোক গমন করায় ওই পদগুলো শূন্য হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদকসহ ৩ জন দল বিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকায় তাদের দল থেকে অব্যহতি দেয়ায় এবং বর্তমানে উপজেলা কমিটির ব্যাপ্তি বাড়ানোয় বেশ কিছু নতুন মুখ দলে অন্তর্ভূক্ত হবেন। তবে দলের মধ্যে কার্যক্রম সন্তোষজনক হওয়ায় কেউ কেউ পদোন্নতি পাবেন, কাউকে বাদও দেয়া হবে এবং পদানবতিও করা হতে পারে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ৭বছরে উপজেলা কমিটির যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা হলেন সহসভাপতি শাহ্ আকরাম হোসেন জাফর, কেএম ইদ্রিস আহমেদ, আবু জাফর মিয়া ও জেমস মিন্টু বাড়ৈ ও সদস্য সঞ্জীব বাগচি।
বহিস্কৃত বা দলের কার্যক্রমে অব্যাহতিপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মিয়া, সদস্য শাহাদত হোসেন লিটন ও বিপ্লব মজুমদার এবং দপ্তর সম্পাদক সুনীল চন্দ্র মন্ডলের সরকারি চাকুরি করায় ওই পদও শূন্য হয়েছে। ওইসকল পদে নতুন মুখ আসবেন।
আর গত ৭ বছরে যারা দলের মিটিং, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ, স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থিত বা মনোনীত প্রার্থীর পক্ষে যারা কার্যক্রম করেননি অথবা নৌকা প্রার্থীর বিরুদ্ধে যারা সরাসরি বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা কেউ কেউ বাদ পড়তে পারেন। এরা হলেন সম্পাদক ম-লীর ৩ থেকে ৫ জনসহ কার্যনির্বাহী সদস্য থেকে ১১ থেকে ১৩ জন।
আবার দলীয় পদ পদবী না থাকার পরেও যারা দলীয় কার্যক্রমে সর্বদা অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন তাদের মধ্যে কেউ কেউ উপজেলা কমিটিতে স্থান পাবেন। এছাড়া গত ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের সম্মেলনে ইউনিয়নের শীর্ষনেতারা বাদ পড়েছেন তারাও যোগ্যতার ভিত্তিতে উপজেলা কমিটিতে আসতে পারেন।
এছাড়াও যাদের উপজেলা কমিটিতে স্থান পেতে পারেন, তারা হলেন গোবিন্দপুরের শেখ শাহরিয়ার কবির বিপ্লব, খান্দারপাড়ার মহিউদ্দিন মিটু শরীফ, বহুগ্রামের সোহেল শেখ, মহারাজপুরের রবিউল ইসলাম মোল্যা, বাটিকামারীর এডভোকেট শাহ নাজিম উদ্দীন, ননীক্ষীরের রিয়াজ মিনা, জলিরপারে সমীর সাখারী, পৌরসভার আমিনুর রহমান পল্টু, জহির হাসান টিটো, সরদার মজিবর রহমান, মিজানুর রহমান মন্টু, কামরুজ্জামান কামাল। প্রেক্ষাপটের কারণে আশিকুর রহমান রনিসহ আরও দু একজন আসতে পারেন কমিটিতে।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার জানান সভাপতি, সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ভর কাউন্সিলের উপর। কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় নেতারা সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন। আমার দায়িত্ব এই সম্মেলন সুন্দর ও প্রাঞ্জলভাবে শেষ করা। এজন্য স্থানীয় এবং উপজেলা নেতৃবৃন্দ নিয়ে পরিশ্রম করছি। দলীয় নেতৃবৃন্দ যাকে তাদের বিবেচনায় সভাপতি সম্পাদক করবেন আমি আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। সম্মেলন সফল করতে সকলের সহযোগিতা কামনা করি।